মহানগর ডেস্ক: সঙ্গীত মহলে শোকর ছায়া। মাত্র ২২ বছর বয়সে মৃত্যু জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পীর। তাঁর রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে। তাঁর ফ্ল্যাট থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যু ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা।
মৃতা গায়িকার নাম আঁচল প্যাটেল। জানা গিয়েছে তিনি বারানসীর শিবপুর থানার এলাকায় থাকতেন। বারাণসী জেলার শিবপুর থানা এলাকার তরনায় অবস্থিত একটি ফ্ল্যাটে সন্দেহজনক পরিস্থিতিতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে বলেই বুধবার কর্মকর্তারা জানিয়েছেন।মঙ্গলবার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গায়কের ভাই বিকাশ গায়িকার স্বামী ও এক মহিলার বিরুদ্ধে খুনের অভিযোগ এনেছে পুলিশ আঁচলের মরদেহ নিজেদের হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। শিবপুর পুলিশ আধিকারিকরা জানিয়েছেন যে আঁচলের স্বামী এবং মহিলাকে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
গায়িকা আঁচল, যিনি মূলত বারাণসীর ধেলওয়ারিয়া (জৈতপুরা) এলাকায় তাঁর পরিবারের সঙ্গে থাকতেন। গত দুই মাস ধরে তারনা এলাকায় অবস্থিত একটি ফ্ল্যাটে স্বামী দীপক এবং আরও কিছু লোকের সঙ্গে ছিলেন বলেই জানা গিয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছে, মঙ্গলবার তাদের কাছে ফোন আসে আঁচল মারা গেছে। তিন বছর আগে দীপককে বিয়ে করেছিলেন আঁচল। আঁচল যে ফ্ল্যাটে থাকতেন সেখানেও বাইরের লোকজনের আনাগোনা ছিল। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, দীপক তাঁদের মেয়ের উপর নির্যাতন করত। আঁচলের পরিবারের সদস্যরা জানান, বিয়ের পর থেকে সে মানসিকভাবে বিপর্যস্ত ছিল। গায়িকা আঁচল অল্প বয়সেই নিজের পরিচয় তৈরি করেছিলেন পূর্বাঞ্চলে।