মহানগর ডেস্ক : লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হ না, রাজ্যে শুরু অশান্তি। ঝড়ছে রক্ত। ঘটছে প্রাণহানির মতো ঘটনা। এবার নির্বাচনী প্রেক্ষাপটে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠলো কংগ্রেসের বিরুদ্ধে। যদিও বিরোধীরা সেই অভিযোগ অস্বীকার করেছে।ঘটনাটি ঘটেছে নদিয়ার থানারপাড়া থানা এলাকার মোক্তারপুর গ্রামে। নিহত তৃণমূল কর্মীর নাম সাইদুল শেখ।ঘটনার তদন্তে থানারপাড়া থানার পুলিশ।
সইদুল শেখ নামে নিহত তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে। অস্ত্রের কোপে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। কার্যত রক্তে ভেসে যায় ঘটনাস্থল। রক্তাক্ত অস্থায় তাঁকে উদ্ধার করে নতিডাঙ্গা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। দুষ্কৃতীদের খোঁজে গোটা এলাকাজুড়ে শুরু হয়েছে তল্লাশি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পরিবার সূত্রে পুলিশ জানতে পারে যে অন্যান্য দিনের মতো শুক্রবারও কাজে গিয়েছিলেন সাইদুল। কিন্তু প্রতিদিনের মতো নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও তিনি না ফেরায় বাড়ির লোকার তাঁকে ফোন করতে থাকেন। কিন্তু বারংবার ফোন করেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। পরে পরিবারের সদস্যরা সাইদুলকে খুঁজতে বের হন। খোঁজাখুঁজির সময় বাড়ির অদূরেই রক্তাক্ত অবস্থায় সাইদুলকে পড়ে থাকতে দেখেন তাঁরা। নিহত তৃণমূল কর্মীর দেহ ক্ষত বিক্ষত ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি।