মহানগর ডেস্ক: সন্দেশখালির ঘটনায় নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম থেকে রবিবার বিকেলে প্রতিবাদ মিছিল করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সন্দেশখালিকাণ্ডে সিপিএম-এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের গ্রেফতারির বিরুদ্ধে মুখ খুললেন শুভেন্দু। জানালেন, সোমবার সন্দেশখালি অভিযান করছে বিজেপি পরিষদীয় দল।
শুভেন্দু অধিকারী এদিন বলেন, “সন্দেশখালিতে শাসকদল তৃণমূল যে ঘটনা ঘটিয়েছে তার বিরুদ্ধে আজ সারা রাজ্য রাস্তায়। সোমবার বিধানসভা থেকে আমরা সন্দেশখালির উদ্দেশে যাবো, রাস্তায় যেখানে আমাদের আটকাবে সেখানেই বসে পড়বো।” এদিন নিরাপদ সর্দারের গ্রেফতারি প্রসঙ্গে শুভেন্দু অধিকারীকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, “আমি সিপিএমকে নিয়ে কিছু বলছি না, কেন না সিপিএমের নেতা সীতারাম ইয়েচুরি দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন। তবে নিরাপদ সর্দার সন্দেশখালির মানুষের পাশে ছিলেন। তাঁর গ্রেফতারির বিরোধীতা করছি।”
প্রসঙ্গত শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে সন্দেশখালি যেতে হবে। সন্দেশখালি থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করতে হবে। এদিকে রাজভবন সূত্রে জানা গিয়েছে কেরলের সফর কাটছাট করে আজই রাজ্যে ফিরছেন রাজ্যপাল। তিনি সোমবার সন্দেশখালি যাবেন।