মহানগর ডেস্ক : শনিবারের সাতসকালেই দেশের ১৪০ কোটি মানুষের কাছে “আমার প্রিয় পরিবার” সম্বোধন করে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের আগে খোলা চিঠি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল সকাল দেশের মানুষ প্রধানমন্ত্রীর এই চিঠি whatsaap -এ পেয়ে হতবাক ! ১৪০ কোটির দেশবাসীকে এভাবেই মোদী জানালেন তাঁর আন্তরিক ধন্যবাদ। এটা আসলে কিছুই নয়, লোকসভা নির্বাচনের আগে প্রচারের আরেকটি ডিজিটাল হাতিয়ার।
কিছুদিন আগেই মোদির পরিবার নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। মোদীও সেই সমালোচনার উত্তরে জানিয়েছেন, আজ প্রত্যেক দেশবাসী নিজেকে মোদির পরিবার বলছে। তাই খোলা চিঠিতে দেশবাসীকে “আমার প্রিয় পরিবার” বলেই সম্বোধন করে করে তাঁর শাসনকালের ১০ বছরের শাসনকালকে কর্মযজ্ঞ হিসেবে তুলে ধরেছেন।
দেশবাসীর জন্য এই খোলা চিঠিতে প্রধানমন্ত্রী লিখেছেন, দেশের ১৪০ কোটি মানুষই তাঁর পরিবার। সেই সব মানুষের সঙ্গেই জড়িয়ে তাঁর বিশ্বাস, সহযোগিতা এবং সমর্থন। তিনি লিখেছেন, দেশের মানুষের সঙ্গে তাঁর সম্পর্ক “আমি শব্দে বর্ণনা করতে পারব না।”
এক দশক পূর্ণ হচ্ছে তাঁর ১৪০ কোটি নাগরিকের সঙ্গে সম্পর্ক। বিগত ১০ বছর কেন্দ্রে সরকার পরিচালনা করেছেন নরেন্দ্র দামোদরদাস মোদী। সেই বিরাট কর্মযজ্ঞ সামলাতে গিয়ে তাঁর যে উপলব্ধি হয়েছে, চিঠিতে সবটাই তুলে ধরেছেন মোদী। মোদির পুরো চিঠিতে আবেগের ছোঁয়া রয়েছে। তিনি লিখেছেন, “আমার এই পরিবারের মানুষদের জীবনে সার্বিক উন্নয়ন আনতেই আমাদের নীতিগুলি প্রণয়ন করা হয়েছে। আমাদের সরকারের প্রতিটি সিদ্ধান্ত গরিব,কৃষক, যুব সম্প্রদায় এবং মহিলাদের জীবনযাপনে পরিবর্তন আনার জন্য গ্রহণ করা হয়েছে। সরকার সবসময় সততার সঙ্গে সেই প্রচেষ্টা চালিয়ে গিয়েছে।”
বিরোধীরা বলছেন, “মোদির এই চিঠির বয়ান আর তাঁর ১০ বছরের দেশ শাসনের মধ্যে আসমান-জমিন ফারাক রয়েছে। মানুষের জীবনযাপন এখন কঠিন হয়ে পড়েছে। বেকারি, মূল্যবৃদ্ধির চাপে দেশবাসী ন্যুব্জ। এসব থেকে মানুষের মন ঘোরাতে মোদীর এই চিঠি ভোটারদের প্রভাবিত করার প্রয়াস।”