মহানগর ডেস্ক: দিল্লির মুখ্য সচিব নরেশ কুমার কোটি কোটি টাকার দুর্নীতিতে জড়িয়েছেন। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই অভিযোগ তুলে রাজ্যপাল ভি কে সাক্সেনাকে একটি রিপোর্ট পেশ করেছেন।কেজরিওয়াল বুধবার সকালে পেশ করা ওই রিপোর্টে নরেশকে সাসপেন্ড করার দাবি জানিয়ে সিবিআই ও ইডিকে তদন্তভার দেওয়ার আর্জিও জানিয়েছেন।
দিল্লির মুখ্য সচিব বিতর্কে জড়িয়েছেন গত সপ্তাহ থেকেই। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, জমি দুর্নীতি নিয়ে।একটি চুক্তিতে নিজের ছেলের সংস্থাকে ৩১৩ কোটি টাকার মুনাফা পাইয়ে দেওয়ার অভিযোগ আগেই তোলা হয়েছিল।তবে ওই অঙ্ক আরও বাড়িয়ে ৮৯৭ কোটি টাকার করা হয়েছে রিপোর্টে।
কেজরিওয়ালের দপ্তরের তরফে এই বিষয়ে বিস্তারিত তথ্য চাওয়া হয় মন্ত্রী আতিশির কাছে।মঙ্গলবার সেই বিষয়ে ৬৭০ পাতার রিপোর্ট জমা পড়ে।রিপোর্টে এও দাবি করা হয়েছে যে, “ডিভিশনাল কমিশনার অশ্বিনী কুমারকে সরিয়ে দেওয়া হোক।”নরেশ কুমার শুরুতে কোনও প্রতিক্রিয়া জানালেও পরে তিনি দাবি করেন,এই ‘চক্রান্ত’ করা হচ্ছে তাঁর ভাবমূর্তিকে কালিমালিপ্ত করতে।