মহানগর ডেস্ক: অযোধ্যায় রামমন্দিরের নির্মাণ প্রায় শেষ। মন্দিরের পরিকাঠামো তৈরিও একরকম সমাধা। আগামী জানুয়ারির বাইশ তারিখে গর্ভগৃহে রামের মূর্তি স্থাপনের সাক্ষী হতে লক্ষ লক্ষ ভক্তের সমাগম আশা করা হচ্ছে। রামমন্দির ট্রাস্টের সচিব চম্পত রাই শনিবার জানিয়েছেন আগামী মাসের বাইশ তারিখের দুপুর বারোটা নাগাদ মন্দিরের গর্ভগৃহে রামের মূর্তির স্থাপন উপলক্ষ্যে উৎসব হবে। জানিয়েছেন গর্ভগৃহ পুরোপুরি তৈরি। রামের মূর্তিও প্রস্তুত করা হয়েছে। তবে পুরো মন্দির তৈরির কাজ শেষ হতে আরও বছর দুয়েক লাগবে।
চম্পত রাই জানান মন্দিরের বহু কাজ এখনও বাকি। ট্রাস্টের সচিব তথা বিশ্বহিন্দু পরিষদের আন্তর্জাতিক সহ-সভাপতি জানান উদ্বোধনের দিন অযোধ্যায় আসার জন্য বিভিন্ন রাজ্যের লক্ষ লক্ষ মানুষ মুখিয়ে রয়েছেন। কিন্তু তাঁদের একরকম নিরাশ করে তিনি বলেছেন অযোধ্যায় লাগামছাড়া ভিড় এড়াতে তাঁরা এখানে না এসে কাছাকাছি মন্দিরে আনন্দ মহোৎসব পালন করেন। ভক্তদের কাছে তাঁর আর্জি জানুয়ারির বাইশ তারিখে তাঁরা যেন অযোধ্যায় না আসেন। কাছাকাছি ছোট বা বড় কোনও মন্দিরে জমায়েত হয়ে উৎসবে মাতুন। যেটা তাঁদের পক্ষে সুবিধে হবে, অন্য কোনও দেবদেবী থাকলেও তাঁদেরই তাঁরা যেন পুজো করেন।
চব্বিশের জানুয়ারি মাসের বাইশ তারিখে রামমন্দিরের উদ্বোধনে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানুয়ারির ১৬ তারিখে প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানের জন্য বেদ সংক্রান্ত আচার অনুষ্ঠান হবে। এর এক সপ্তাহ পরেই হবে প্রধান অনুষ্ঠান। পবিত্র অনুষ্ঠানের আচার-রীতি পালনে অংশ নেবেন লক্ষ্মীকান্ত দীক্ষিত। রামমন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে হাজার হাজার ভক্তের সমাগম হওয়ার আশা করা হচ্ছে। তাঁদের জন্য একাধিক তাঁবু তৈরি হচ্ছে। জানুয়ারির বাইশ তারিখে উদ্বোধন উপলক্ষ্যে নিরাপত্তা আঁটোসাটো করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে প্রশাসন সূত্রের খবর।