মহানগর ডেস্ক: বৃহস্পতিবার শিবসেনা দাবী করেছে যে, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar) বিজেপির (BJP) সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রাজনীতিতে ঝড় তুলেছেন। ঠাকরে শিবিরের (Thackeray Camp) বক্তব্য, এই ঝড় ঘূর্ণিঝড়ে তীব্র হলে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির কাছে ‘জেতা’ একটা বড় চ্যালেঞ্জ হবে।
সেনা মুখপাত্র ‘সামনা’-র একটি সম্পাদকীয়তে নীতীশ কুমারের প্রশংসা করে বলেছেন যে, “বিজেপি জেডিইউকে ভাঙ্গার চেষ্টা করেছে। কিন্তু এনডিএ-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করে টেবিল ঘুরিয়ে দিয়েছেন নীতীশজি”। মারাঠি দৈনিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করেও বেশ কিছু কথা লেখা রয়েছে। বলা হয়েছে, দিল্লির সামনে হাঁটু গেড়েছেন একনাথ শিণ্ডে।
ঠাকরে শিবিরের বক্তব্য, মিস্টার কুমার দেখিয়েছেন যে তিনি বিজেপিকে ছাড়া এগোতে পারেন। এবার লালু প্রসাদ যাদবের আরজেডির সঙ্গে নীতীশ কুমারের সমস্ত সমস্যা শেষ হওয়া প্রয়োজন। পাশাপাশি তেজস্বী যাদবের প্রশংসা করে বলা হয়েছে, ২০২০-তে আরজেডির বিধানসভা নির্বাচনের প্রচারে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। বিহারের একজন তরুণ এবং জনপ্রিয় নেতা তেজস্বী। যিনি সেই সময় বিজেপি-জেডিইউ জোটের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিলেন। এবার তাঁকে উপমুখ্যমন্ত্রী পদে বসিয়েছেন নীতীশ কুমার।
মঙ্গলবার এনডিএ জোট ছেড়ে আরজেডির সঙ্গে হাত মিলিয়েছেন জেডিইউ প্রধান। এদিকে সেনার সম্পাদকীয়তে বলা হয়েছে, বিজেপি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আরসিপি সিংকে সমর্থন করে জেডিইউকে অস্থিতিশীল করার চেষ্টা করেছিল। যা আন্দাজ করতে পেরে বিজেপির সঙ্গ ছাড়ার সিদ্ধান্ত নেন নীতীশজি। এখন তিনি যে ঝড় তুলেছেন তা যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তবে বিজেপির কাছে এটি চ্যালেঞ্জের থেকে কোনও অংশে কম হবেনা। বদলে যেতে পারে ২০২৪-এর লোকসভা নির্বাচনের ফলাফল।