মহানগর ডেস্ক : বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ্যে এসেছে আগেই। এরপর রবিবার ব্রিগেডে জনগর্জন সভা থেকে প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূল। এখন প্রশ্ন উঠছে বামেদের প্রার্থী তালিকা নিয়ে। পশ্চিমবঙ্গের ৪২টি আসনে বাম-কংগ্রেসের প্রার্থী কারা তা জানার জন্য কৌতূহলী সব মহলই। এদিকে বঙ্গে হতে পারে জোট। তৃণমূল ইন্ডি জোট থেকে বেরিয়ে এসে একা লড়ার সিদ্ধান্ত নিলেও, বাম-কংগ্রেস বাধতে পারে জুটি। এমনই জল্পনা তৈরি হয়েছে। তবে সেই জল্পনায় সিলমোহর পড়ার অপেক্ষা সময়ের। এদিকে, দিল্লিতে রয়েছে পলিটব্যুরোর মিটিং। অংশ নিচ্ছেন বঙ্গের শীর্ষ নেতৃত্বরা। যাচ্ছেন মহম্মদ সেলিম।
তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট ভেস্তে গেলেও বাম-কংগ্রেসের জোটেআশা দেখছে বামেরা। সোমবার জোটের আশা নিয়েই দিল্লি যাচ্ছেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সোমবার সিপিএমের একদিনের পলিটব্যুরোর বৈঠক রয়েছে। সেখানেই বিষয়টি তুলবেন তিনি। সোমবার বৈঠকের পরেও দিল্লিতেও থাকবেন বাম নেতা। কলকাতায় এদিন তিনি ফিরবেন না বলেই খবর। মঙ্গলে কথা হতে পারে জোটের বিষয়।সিপিএম সূত্রে খবর, পলিটব্যুরোর বৈঠক শেষ করে সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বাংলার বিষয় নিয়ে কংগ্রেসের সঙ্গে কথা বলবেন। যদি কংগ্রেসের আসন সমঝোতা বিষয়ক কমিটির পাঁচ সদস্যের কাউকে পায়, তাহলে সিপিএম নেতৃত্ব নয়াদিল্লিতে মুখোমুখি কথা বলবে। তাই মঙ্গলবার নয়াদিল্লিতে থাকবেন সেলিম।
প্রসঙ্গত, ইতিমধ্যেই মহম্মদ সেলিমের তরফে ইঙ্গিত মিলেছে বামেদের প্রার্থী তালিকা তৈরি রয়েছে বলে। অপেক্ষা এখন কংগ্রেসের অবস্থান স্পষ্ট করার।আগামী বুধবার সিপিএমের সাপ্তাহিক রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠক আছে। তার পর বামফ্রন্টের বৈঠক হবে। তার পর প্রার্থী তালিকা ঘোষণার বিষয়। এই প্রক্রিয়া কংগ্রেস এবং আইএসএফের সঙ্গে আলোচনার আগে একতরফা প্রার্থী তালিকা ঘোষণা করতে চান না বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা করতে চায় সিপিএম। তবে যে সব আসনে কংগ্রেসের কোনও দাবি নেই সেই আসনগুলির প্রার্থীর নাম ঘোষণা করতে চায় সিপিএম। এখন সবটাই নির্ভর করছে মহম্মদ সেলিমের নয়াদিল্লি বৈঠকের ওপর।