নয়াদিল্লি: ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে নতুন সংসদ ভবনে পা রেখেছেন প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী ও সাংসদরা। মঙ্গলবার ভারত মাতার জয়ধ্বনিতে মুখরিত প্রধানমন্ত্রী সহ মন্ত্রী ও সাংসদরা রাজকীয় ভঙ্গিমায় ইতিহাস সাক্ষী করে নতুন সংসদ ভবনে গ্রান্ড এন্ট্রি নিয়েছেন। তার কিছুক্ষণের মধ্যেই সংসদ ভবন চত্বরে দেখা গেল বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাউতকে। ২০২৪ লোকসভা নির্বাচনে মথুরা থেকে অভিনেত্রীকে বিজেপি প্রার্থী করার বিষয়ে অনেকদিন ধরেই জল্পনা চলছে। নতুন সংসদ ভবনে এদিন তার উপস্থিতি নতুন করে সেই জল্পনাকে উষ্কে দিয়েছে।
দেহরক্ষীদের সঙ্গে সংসদ ভবনে প্রবেশ করার মুখে যদিও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কিছুই বলতে চাননি। প্রসঙ্গত, সোমবার থেকে সংসদে শুরু হয়েছে বিশেষ অধিবেশন। প্রথম দিনটা পুরনো সংসদ ভবনে অধিবেশন হলেও মঙ্গলবার নতুন সংসদ ভবনে আনুষ্ঠানিকভাবে অধিবেশন শুরু হয়। পুরনো সংসদ ভবনকে ‘সংবিধান সনদ’ নাম দেওয়া হয়েছে। মঙ্গলবার সেখানে থেকে নতুন সংসদ ভবনে যাওয়ার আগে ফটোসেশন হয় সাংসদদের। এরপর নতুন সংসদ ভবনে প্রবেশ করে অধিবেশন শুরুতে মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনা হয়। অধিবেশন চলাকালীনই সংসদ ভবনে অভিনেত্রীর উপস্থিতি জল্পনা উষ্কে দেয়।