মহানোগর ডেস্ক: সম্প্রতি সমাজমাধ্যমে নানান ধরনের দৃষ্টিভ্রম সৃষ্টিকরি ছবি নিয়ে হইচই পড়ে। এই ছবি গুলি আসে একেবারে ধাঁধার আকারে। আর প্রত্যেকেই সেগুলি সমাধান করতে উঠে পড়ে লাগে। আর সেই ভ্রম কাটিয়েই আপনার দৃষ্টি সঠিক বিষয়টিকে বেছে নিতে পারছে কি না, সেটি এই অপটিক্যাল ইলিউশনের মূল আকর্ষণ থাকে। এই ইলিউশনে চেনা জিনিসও অনেক সময় আমাদের চোখকে ধোঁকা দেয়। এক মুহূর্তে সেটা যে বস্তু মনে হয়, পরক্ষণে আবার তা অন্য মনে হয়।
সম্প্রতি এমনই একটি অপটিক্যাল ইলিউশন ইন্টারনেটে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে একটি হাইওয়ের পাশে পাহাড় ঘেরা জলাশয় এর পাশে একটি ঝোপঝাড়। সেখানে চড়ে বেড়াচ্ছে একাধিক পশু। যাদের কয়েকজনকে বেশ স্পষ্ট দেখা যাচ্ছে৷ কিন্তু চ্যালেঞ্জ হচ্ছে এই ছবির মধ্যে থেকেই খুঁজে বার করতে হবে একটি অস্ট্রিচ৷ লামাগুলিতে স্পষ্ট, কিন্তু আপনি কি অস্ট্রিচ দেখতে পাচ্ছেন৷
একটু নজর দিয়ে দেখলে দেখতে পাবেন, এই ছবিতে রয়েছে একটি অস্ট্রিচও৷ কিন্তু কোথায় লুকিয়ে আছে অস্ট্রিচ৷ তবে অনেকে আবার কয়েক সেকেন্ডের মধ্যেই খুঁজে পেয়েছে অস্ট্রিচ। বলতে হয়, তাঁদের দৃষ্টিশক্তি অত্যন্ত শক্তিশালী৷ সামনের সাদা পশুর লেজের শুরুতেই ভালো করে লক্ষ্য করুন দেখবেন তার শরীরের মধ্যেই লুকিয়ে রয়েছে অস্ট্রিচ।