মহানগর ডেস্ক : সন্দেশখালি কাণ্ডে মূল অভিযুক্ত শাসক নেতা শেখ শাহজাহানের এখনও হদিশ মিলল না, এদিকে সাংবাদিক গ্রেফতারের পর এবার গ্রেফতার করা হয় আইএসএফ নেত্রীকে। ধৃত মহিলা আয়েশা বিবি মিনখাঁর বাসিন্দা। তার বিরুদ্ধে বিক্ষোভে প্ররোচনা দেওয়ার অভিযোগ।
পুলিশের দাবি, মিনাখাঁ এলাকার বাসিন্দা হলেও সন্দেশখালিতে গিয়ে উত্তেজনা ছড়াতে উসকানি দিচ্ছেন আয়েশা বিবি। সেজন্য গ্রেফতার করা হয়েছে তাঁকে। তবে অভিযোগ অস্বীকার করেছে ISF. তাদের দাবি, সন্দেশখালি কাণ্ডের প্রতিবাদে বসিরহাট থানায় দলের ডেপুটেশন কর্মসূচিতে যোগদান করেছিলেন আয়েশা। তাই গ্রেফতার করা হয়েছে তাঁকে। গ্রেফতারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন আইএসফ নেত্রী। রবিবারই তাকে আদালতে পেশ করার কথা বলেছে পুলিশ।
দলীয় নেত্রীর গ্রেফতারিতে দলেরই এক নেতা বলেন, পুলিশের মাথা খারাপ হয়ে গিয়েছে। শাসকদলের নির্দেশেই বিরোধীদের টার্গেট করা হচ্ছে বলে দাবি করেন তিনি। কন্ঠ রোধ করা হচ্ছে প্রতিবাদীদের। কিন্তু এভাবে আয়েশা বিবিকে দমানো যাবে না বলেও সাফ জানিয়েছেন কুতুবউদ্দিন মোল্লা।