মহানগর ডেস্ক: আপনি কি একজন সরকারি চাকরি প্রার্থী? অনেক পড়াশোনা করার পর ভালো একটি চাকরির খোঁজে রয়েছেন? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বিভাগে নেওয়া হচ্ছে কর্মী। দিনের পর দিন পর্যাপ্ত নিয়োগের অভাবে দুর্বার গতিতে বেড়ে চলেছে বেকার সমস্যা। তাই এই মন্দার বাজারে দেরি না করে চলুন বিশদে জেনে নেওয়া যাক আবেদন সম্পর্কে।
আবেদন পদ্ধতি: এখানে খুব সহজেই অনলাইনে আবেদন করা যাবে।
১. নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন
২. এরপর প্রাথমিক তথ্য দিয়ে নিজের রেজিস্ট্রেশন করে নিন। আগে থেকে যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে অ্যাকাউন্ট খুলে নিন।
৩. এরপর আবেদনপত্রে উল্লিখিত (আবেদনকারীর নাম, বাবার নাম, বয়স, লিঙ্গ, কাস্ট স্ট্যাটাস, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নম্বর এবং ইমেল আইডি ইত্যাদি) নিজের যাবতীয় তথ্য দিয়ে পত্রটি পূরণ করতে হবে।
৪. অবশ্যই নিজের সম্প্রতি তোলা একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো দিয়ে নিচে একটি সিগনেচার করে দিতে হবে। সঙ্গে দিয়ে দিতে হবে সেল্ফ অ্যাটেস্টে সহ যাবতীয় নথির স্ক্যান কপি (Attached scancopy of your all documents with application form)।
৫. সব শেষে ওই তথ্য যুক্ত অনলাইন আবেদন পত্রটি সাবমিট বাটনে ক্লিক করে জমা দিয়ে দিন।
কি কি ডকুমেন্ট আবশ্যক: এই পদে আবেদনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে সঙ্গে রাখতে হবে-
১. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট।
২. স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আঁধার কার্ড
৩. শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
৪. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
৫. কাজের অভিজ্ঞতা (Work experience certificate) যদি থাকে।
৬. রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং স্বাক্ষর।
৭. বৈধ একটি মোবাইল নম্বর এবং ইমেল আইডি।
নিয়োগকারী সংস্থা ও পদের নাম: বিদ্যুৎ বিভাগ তথা পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এর তরফ থেকে ফিল্ড সুপারভাইজার এবং ফিল্ড ইঞ্জিনিয়ার পদে কর্মী নিযুক্ত করা হচ্ছে।
মোট শূন্যপদ: বেশ কয়েকটি শূন্যপদে নেওয়া হবে কর্মী। সেক্ষেত্রে আপাতত ৮০০ শূন্যপদে কর্মীদের নিযুক্ত করা হচ্ছে ওপরের দেওয়া পদ গুলিতে।
মাসিক বেতন: কর্মীদের মাসে বেশ মোটা মহিনা দেওয়া হবে। নিয়োগের সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন ৩০ হাজার টাকা থেকে শুরু হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা: বিভিন্ন পদে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন। সেক্ষেত্রে সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক কিংবা ডিপ্লোমা করে থাকলে নিয়োগে আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন আপনি।
প্রার্থীর বয়সসীমা: এই নিয়োগে আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা রাখা হয়েছে ২৯ বছর। রিজার্ভ ক্যাটাগরিদের রয়েছে বয়সে ছাড়। SC/ST প্রার্থীদের বয়সে ৫ বছর এবং OBC প্রার্থীদের বয়সে ৩ বছরের ছাড় দেওয়া হয়েছে।
আবেদনের সময়সীমা: ২১ নভেম্বর থেকে অনলাইনে আবেদনের কাজ শুরু হবে, চলবে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত।
অফিশিয়াল ওয়েবসাইট:
https://www.powergrid.in/
https://www.powergrid.in/sites/default/files/Advt.pdf