মহানগর ডেস্ক: যেমন কথা তেমন কাজ। ফাল্গুনের সন্ধ্যায় দু হাত এক হল গাইয়ে জুটির। আবারও নতুন করে শুরু করলেন অনুপম-প্রস্মিতা। সমস্ত কটাক্ষ চর্চাকে উড়িয়ে দিয়ে ঘর বাঁধার কাগজে সই করলেন জনপ্রিয় গায়ক। এলাহী না একদম সাদামাটা বিয়ে করলেন তারা। তবে এই নতুন পাওয়ার কাপলকে দেখে নজর ফেরানো দায়। হ্যাট্রিকে এই জন্মান্তরের বাঁধন। গোলাপি সাজে বেশ মানিয়েছে অনুপম ঘরনীকে।
গায়ক দিয়েছেন বেশ চমক। বন্ধুর ডিজাইন করা পাঞ্জাবি ধুতিতে। প্রস্মিতার সিঁথিতে সিঁদুর। তবে শাখা পলা নেই গায়িকার হাতে। একদম ছিমছাম সই করে সিঁদুর দিয়ে বিয়ে করেছেন তারা। ঘনিষ্ঠ বন্ধু বান্ধব ও আত্মীয় পরিজনদের উপস্থিতিতেই নতুন অধ্যায় শুরু করলেন অনুপম-প্রস্মিতা।
বিবাহিত অনুপম। পিয়া চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদ-ঘোষণার বছর তিনেকের মাথায় নতুন করে ঘর বাঁধলেন গায়ক-সুরকার। ১ মার্চ আইনি বিয়ে সেরেছেন অনুপম রায় এবং প্রশ্মিতা পাল। পরিবারের উপস্থিতিতে এদিন তাঁরা ঘরোয়া ভাবে বিয়েটা করেন। ২ মার্চ তাঁদের রিসেপশন। সেখানে এদিন অনুপম রায় একটি ঘিয়ে রঙের পঞ্জাবি পরেছিলেন। তাতে ছিল গোলাপি সুতোর কাজ। অন্যদিকে পাশে প্রশ্মিতাকে দেখা যায় গোলাপি রঙের বেনারসি এবং সোনার গয়নায়। হাতে মেহেন্দি তাঁর। নববিবাহিতা স্ত্রীকে আগলে এক ফ্রেমে ধরা দিয়েছেন গায়ক। বিয়ের এই ছবি পোস্ট করে তাঁরা লেখেন, ‘নতুন করে…’ এদিন তাঁরা আঁটি বদল সারেন সকল অতিথিদের সামনে। আর এই খবর নিজেই সমাজ মাধ্যমে শেয়ার করে জানিয়েছেন অনুপম। গোটা বিশ্ব তাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।