ভবানীপুরে একটি অনুষ্ঠানে রাজ্যপাল সি ভি আনন্দ বোস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শ্রীকৃষ্ণের তুলনা টানলেন। যা নিয়ে বিরোধীরা রাজ্যপালকে সমালোচনায় বিদ্ধ করেছেন, সমালোচনা থেকে বাদ যাননি প্রধানমন্ত্রী স্বয়ং।
শনিবার ভাবনীপুরের এক অনুষ্ঠানে রাজ্যপাল সি ভি আনন্দ বোস বলেন, “শ্রীকৃষ্ণ না থাকলে মহাভারতে অর্জুনের রথ কোনও ভাবে ক্ষতিগ্রস্থ হয়নি। ঠিক তেমন ভাবেই নরেন্দ্র মোদি ভারতের নেতৃত্ব দিচ্ছেন, রাম মন্দির উদ্বোধনের পর এখন শিশুরাও বলছে, ভারত সবাইকে নিয়ে চলছে।”
এদিকে রাজ্যপালের এহেন মন্তব্যের প্রতিক্রিয়ায় সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “ওর প্রসংশা কখন কাকে নিয়ে হবে তার ঠিক নেই। উনি আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসংশা করেছেন, এখন কেউ তাঁকে বুঝিয়েছেন, শুধু মমতাকে প্রসংশা করলেই হবে না, পদে টিকে থাকতে হলে নরেন্দ্র মোদির প্রসংশা ও দিদির প্রসংশা করতে হবে।”
তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, “রাম রামকৃষ্ণ কেউ তাঁর বিবাহিত স্ত্রীকে ত্যাগ করেননি, নরেন্দ্র মোদি তাঁর বিবাহিত স্ত্রীকে ত্যাগ করেছেন। রাজ্যপাল কিছু পাওয়ার আশায় এসব বলছেন।”
বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “রাজ্যপাল যা বলেছেন সেটা তাঁর স্বগতোক্তি, কোনও সাংবিধানিক বিষয় নয়। এটা নিয়ে এতো সমোচনার কি আছে?”