মহানগর ডেস্ক: ভেঙ্গে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান। ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য ছড়িয়েছে। ভারতীয় বায়ুসেনার একটি তেজস বিমান আজ প্রশিক্ষণ চলাকালীন রাজস্থানের জয়সলমীরে একটি ছাত্র হোস্টেলের কাছে ভেঙ্গে পড়েছে বলেই জানা গিয়েছে।
পাইলট নিরাপদে তেজস বিমান থেকে বাইরে বের হয়ে গিয়েছেন বলেই বিমান বাহিনী জানিয়েছে। ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বায়ুসেনা তাঁদের এক্স হ্যান্ডেলে জানিয়েছে যে, “ভারতীয় বায়ুসেনার একটি তেজস বিমান একটি অপারেশনাল ট্রেনিং সর্টির সময় আজ জয়সলমেরে দুর্ঘটনার সম্মুখীন হয়। পাইলট নিরাপদে বের হয়ে যান। দুর্ঘটনার কারণ খুঁজে বের করার জন্য একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে।”
One Tejas aircraft of the Indian Air Force met with an accident at Jaisalmer, today during an operational training sortie. The pilot ejected safely.
A Court of Inquiry has been constituted to find out the cause of the accident.— Indian Air Force (@IAF_MCC) March 12, 2024
যদিও বায়ুসেনার যুদ্ধবিমানের দুর্ঘটনা নতুন কিছু নয় তবে এই প্রথম ভারতীয় বায়ুসেনার তেজস যুদ্ধবিমান ভেঙ্গে পড়ার ঘটনা ঘটল। ২৩ বছর আগে ২০০১ সালে, প্রথম পরীক্ষামূলক বিমান চলাচলের পর এটি স্বদেশী জেটের প্রথম দুর্ঘটনা। ২০১৬ সালে তেজস ভারতীয় বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছিল।
..