মহানগর ডেস্ক: রেল মন্ত্রক সম্প্রতি বিজেপি কর্মীদের জন্য আলিপুরদুয়ার থেকে অযোধ্যা পর্যন্ত একটি বিশেষ ট্রেনের আয়োজন করেছে। যা মাথাপিছু মাত্র ১৬০০ টাকা খরচ করে পরিবহন করেছে। খাবার এবং বাসস্থানের ব্যবস্থা রয়েছে । রাম মন্দির পরিদর্শন সহজতর করার লক্ষ্যে এই উদ্যোগটি বিতর্ক তৈরী করেছে। বিশেষত তৃণমূল কংগ্রেস এই ধরনের কম খরচের ব্যবস্থা সম্পর্কে প্রশ্ন তুলেছে।
সমালোচনা সত্ত্বেও, বিজেপি কর্মীরা অযোধ্যা সফরের সুযোগে আনন্দ প্রকাশ করেছেন। বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা ঘোষণা করেছেন যে , ৪ঠা মার্চ অযোধ্যায় আরেকটি ভ্রমণের পরিকল্পনা করা হয়েছে। এই প্রচেষ্টাটি রাম মন্দির পরিদর্শন আয়োজনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। যেমনটি রামলালা দর্শনের জন্য দুই হাজার ভক্তকে নিয়ে আসামের বাঙ্গাইগাঁও থেকে একটি বিশেষ ট্রেনের পূর্বে প্রস্থান দ্বারা প্রদর্শিত হয়েছিল।
প্রসঙ্গত ,মন্দিরের নির্মাণ এবং এর সাংস্কৃতিক ও ধর্মীয় তাত্পর্যের প্রতি দলের প্রতিশ্রুতি তুলে ধরেছে গেরুয়া শিবির। ব্যবস্থা নিয়ে আর্থিক সম্ভাব্যতা নিয়ে প্রশ্ন থাকা সত্ত্বেও এটি এই ধরনের যাত্রার সুবিধার্থে রেলপথ মন্ত্রক উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগগুলি বিভিন্ন গোষ্ঠীর জন্য রামমন্দিরের রাজনৈতিক ও সাংস্কৃতিক তাত্পর্য প্রদর্শন করে। এই ঘোষণাটিকে কেন্দ্র করে ফের চর্চায় উঠে এসেছে রাম মন্দির।