বিক্রম ব্যানার্জী: ক্রিকেট যুদ্ধে চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। দুই দেশের ক্রিকেটারদের মধ্যেও সেই ছাপ সুস্পষ্ট। বিভিন্ন সময়ে একে অপরকে নিয়ে নানান টোন টিটকিরিও কাটতে শোনা যায় খেলোয়াড়দের। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটিয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার তথা বোর্ড প্রধান রমিজ রাজা। ক্রিকেটারের হাস্যরসের উৎস নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের 46 রানের অলআউট ইনিংস।
ভারতকে নিয়ে হাসি ঠাট্টায় মাতলেন রমিজ!
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে রোহিত ব্রিগেডের 46 রানের অলআউট হয়ে যাওয়া হাসির খোরাক জুগিয়েছে পাকিস্তানের প্রাক্তন বোর্ড প্রধান রমিজ রাজাকে। যদিও সেই ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে 400 রানের গণ্ডি পার করেছিল ভারত। সরফরাজ ও পন্থের কাঁধে চেপে 462 রান তুললেও প্রথম টেস্টে জেতা হয়নি ভারতের।
আর সেই হারের পূর্ব মুহূর্ত অর্থাৎ লজ্জাজনক 46 রানের অলআউট ইনিংস নিজের ফোনের রিংটোন হিসেবে রেখেছেন রমিজ। যেই কথা পাকিস্তান বনাম ইংল্যান্ড টেস্ট চলাকালীন এক ধারাভাষ্যে জানিয়েছেন তিনি। ধারাভাষ্য কক্ষ থেকে খানিকটা মজার ছলে ভারতকে উদ্দেশ্য করে রমিজ বলেন, ভারতের 46 রানে অলআউট হয়ে যাওয়ার কথা তাকে জানিয়েছিলেন মাইকেল আথারটন। এরপরই সেই ঘটনাকে স্মৃতি হিসেবে রাখতে 46 অলআউট মোবাইল রিংটোন বানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, 46 রানে অলআউট হয়ে যাওয়ার ঘটনা একেবারেই নতুন নয়। এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র 36 রানে 10 উইকেট খুইয়েছিল ভারত। কাজেই একাধিক বিশ্বমানের রেকর্ডের পাশাপাশি স্বল্পরানের রেকর্ডও গড়েছে ভারতীয় দল। যদিও প্রথম টেস্টের 46 রানের ইনিংস সম্পর্কে অধিনায়ক রোহিত শর্মা নিজের ভুল বুঝে উইকেট না চেনার কথা স্বীকার করেছিলেন। বর্তমানে পুনের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলছে ভারত। আর সেখানেই কিউইদের ঠিক করে দেওয়া 359 রানের লক্ষ্য তাড়া করছে রোহিত বাহিনী।
আরও পড়ুন: শান্তিতে নোবেল জিতেও ভুগতে হচ্ছে সাজা, বাড়ান হল আরও 6 মাসের কারাদণ্ড