মহানগর ডেস্ক: ফের অমানবিক ঘটনার সাক্ষী মধ্যপ্রদেশ। একটি নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের চেষ্টা। মধ্যপ্রদেশের রেওয়া জেলায় একটি ১২ বছর বয়সী মেয়েকে স্কুল থেকে বাড়িতে যাওয়ার সময় একজন ব্যক্তি অপহরণ ও ধর্ষণের করেছে বলে অভিযোগ।
ঘটনাটি ঘটেছে, শুক্রবার। রেওয়ার পুলিশ সুপার বিবেক সিং বলেছেন, পুলিশ এই হামলার অভিযোগে শনিবার অভিযুক্ত অঞ্জনি কেভাতকে (২৩) গ্রেফতার করেছে। পুলিশ আধিকারিক বলেছে, মেয়েটি, পঞ্চম শ্রেণির ছাত্রী, স্কুল থেকে হেঁটে বাড়ি যাওয়ার সময় অভিযুক্তরা তাঁকে লিফটের প্রস্তাব দেয়।এরপর তাঁকে তুলে নিয়ে অভিযুক্ত নির্জন জায়গায় তাঁকে ধর্ষণ করে। পরে সে মেয়েটিকে তাঁর গ্রামের কাছে ফেলে দিয়ে যায়, তাঁর গ্রাম উত্তর প্রদেশ সীমান্তের কাছে।
মেয়েটি তার পরিবারের সদস্যদের লাঞ্ছনার কথা বলার পর মেয়েটিকে তাঁরা দ্রুত হাসপাতালে নিয়ে যায় এবং পুলিশকে অবহিত করে। পুলিশ জানিয়েছে, মেয়েটির গোপনাঙ্গে আঘাত লেগেছে। তবে সে এখন আশঙ্কামুক্ত। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (পকসো) আইনের প্রাসঙ্গিক বিধানের অধীনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে।