মহানগর ডেস্ক, উত্তরপ্রদেশ: ফের ধর্ষণকাণ্ডে সিক্ত উত্তরপ্রদেশ! এক মাদকসক্ত দলিত মহিলাকে ধর্ষণের অপরাধে সাসপেন্ড করা হল এক পুলিশ আধিকারিক কে। গাড়ির ভেতর মহিলাকে ধর্ষণ (Raped) করেছেন বলে অভিযোগ! ঘটনাটি ঘটেছে, ২১ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ঝাংহাই পুলিশ ফাঁড়ির কাছে, আর ঘটনাটি প্রকাশ্যে এসেছে মঙ্গলবার। মহিলাটির অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত পুলিশ সাব-ইন্সপেক্টরকে সাসপেন্ড করা হয়েছে, ঘটনাটির তদন্ত করছে পুলিশ। থানার ইনচার্জ জানিয়েছেন, অভিযুক্ত পুলিশ আধিকারিক সুধীর কুমার পাণ্ড্য এখন পলাতক। যিনি সারাই মামরেজ থানায় পোস্টে ছিলেন।
অভিযুক্ত সাব-ইন্সপেক্টরের বিরুদ্ধে নির্যাতিতা মহিলা IPC ধারা 376 (ধর্ষণ) এবং 120B (অপরাধমূলক ষড়যন্ত্র) পাশাপাশি SC/ST আইনের অধীনে মামলা করেছেন। পুলিশ সূত্রের খবর, মহিলাটি একদিন কিছু পুরুষের দ্বারা হয়রানির শিকার হয়েছিলেন এবং প্রাণনাশের হুমকি পেয়েছিলেন। সেই ঘটনার অভিযোগ জানাতেই তিনি ঝাংহাই পুলিশ ফাঁড়িতে গিয়েছিলেন। এরপর গত ২১ শে সেপ্টেম্বর সন্ধ্যায় ওই ব্যক্তিদের গ্রেপ্তার করার অজুহাতে সাব-ইন্সপেক্টর পান্ডে দলিত মহিলাটিকে পুলিশ ফাঁড়িতে ডাকেন।
এরপর তিনি তাঁকে একটি গাড়িতে তুলে কোল্ড ড্রিংকের মধ্যে অ্যালকোহল মিশিয়ে তাঁকে অজ্ঞান করিয়ে ধর্ষণ করেন। পুলিশ কমিশনার রমিত শর্মা হান্ডিয়ার এসিপি সুধীর কুমারকে বিষয়টি তদন্ত করতে বলেছেন। কথায় আছে না, যে রক্ষক সেই ভক্ষক! সমাজের নিচু তলার মানুষেরও কোনও রেহাই নেই। গুন্ডাদের বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়ে নিজেই ধর্ষিতা হতে হল দলিত মহিলাটিকে। তবে দলিত মহিলার কোনো পরিচয় পাওয়া যায়নি।