মহানগর ডেস্ক: রাজনৈতিক ডামাডোলের মাঝে বিদ্রোহী নেতা একনাথ শিন্ডের (Eknath Shinde) ফোন গেল রাজ ঠাকরের (Raj Thackeray) কাছে। এই নিয়ে MNS প্রধানের সঙ্গে দু’বার কথা বলেছেন বিক্ষুব্ধ নেতা। জানা গিয়েছে, মহারাষ্ট্রের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে ঠাকরের সঙ্গে কথা বলেছেন তিনি। সেইসঙ্গে তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন শিন্ডে।
Rebel Shiv Sena MLA Eknath Shide spoke to MNS chief Raj Thackeray over phone twice. Shinde spoke to Thackeray about the recent political situation in Maharashtra and enquired about his health, an MNS leader confirmed
— ANI (@ANI) June 27, 2022
মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতিতে বদল ঘটতেই এমএনএস প্রধানের সঙ্গে রাজ্য রাজনীতি নিয়ে দু’বার কথা বলে ফেলেছেন বিক্ষুব্ধ শিবসেনা নেতা। এনআই সূত্রে, শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন রাজ ঠাকরে গতকালই ছাড়া পেয়েছেন তিনি তারপরই ফোনে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন শিবসেনার এই বিক্ষুব্ধ নেতা। সেইসঙ্গে আলোচনা হয়েছে পরবর্তী পদক্ষেপ নিয়ে জল্পনা শুরু হয়েছে, তবে কি এবার রাজ ঠাকরের সঙ্গে হাত মেলাবেন একনাথ শিন্ডে?
আরও পড়ুন : একটি ফলেই দুর হবে কোষ্ঠকাঠিন্য,আজই জানুন বিস্তারিত
অন্যদিকে উদ্ধব ঠাকরের দিকে তোপ দেগেছেন রাজ ঠাকরে। এই পরিস্থিতিতে কেমন লাগছে ঠাকরের? তা জানতে চেয়ে পোস্টারে পোস্টারে ছয়লাপ হয়ে গিয়েছে মুম্বাইয়ের সাকিনাকা এলাকা। মারাঠি ভাষায় ওই পোস্টারে উদ্ধব ঠাকরে সরকারের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ লেখা রয়েছে। অন্যদিকে এই বিদ্রোহের আঁচ সুপ্রিমকোর্ট পর্যন্ত পৌঁছে গিয়েছে। বিদ্রোহী শিবসেনা বিধায়কদের বিরুদ্ধে বোম্বে হাইকোর্টে আবেদন করা হয়েছে ঠাকরে শিবিরের তরফ থেকে। প্রশাসনিক কাজকর্মে গাফিলতির অভিযোগ রয়েছে বিধায়কদের বিরুদ্ধে। এদিন এই মামলার পরিপ্রেক্ষিতে আবার আবেদন জানিয়েছে শিন্ডে শিবির। সব মিলিয়ে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে।