মহানগর ডেস্ক: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শামিল কলকাতার রেড রোডে পুলিশের হাফ-ম্যারাথনে। তিনিও দৌড়ে পা মিলিয়েছিলেন অন্যান্যদের সঙ্গে।অভিষেক দৌড়েছেন ১০ কিলোমিটার।
তিনটি পর্যায় রয়েছে হাফ-ম্যারাথনের। যথা— ২১ কিলোমিটার, ১০ কিলোমিটার এবং পাঁচ কিলোমিটার। যে কোনও পর্যায়ে অংশগ্রহণ করা যায় ইচ্ছামতো। ১০ কিলোমিটার ম্যারাথনে অংশ নিয়েছিলেন অভিষেক। তৃণমূলের সেনাপতিকে দৌড়তে দেখা যায় কালো শার্ট, সাদা ট্রাউজার্স পরে। রবিবার সকালে কলকাতা পুলিশের হাফ-ম্যারাথনে অভিষেক ছাড়াও ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ম্যারাথনে উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল।পাশাপাশি, আবীর চট্টোপাধ্যায়,দেব, ইশা সাহাদের মতো টলিউডের একাধিক তারকা পা মিলিয়েছেন ম্যারাথনে।
উল্লেখ্য,সকালে দুর্ঘটনা হয় রেড রোডে ম্যারাথন চলাকালীন। কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার মুরলীধর শর্মা ম্যারাথনের একটি তোরণ ভেঙে পড়ে আহত হন।বড়সড় ওই তোরণটি রাখা ছিল দৌড়ের সমাপ্তি পয়েন্টের কাছে। মুরলীধর একাই দাঁড়িয়েছিলেন তার সামনে। আচমকা তোরণটি উল্টে যায় দমকা হাওয়ায় এবং এসে পড়ে তাঁর ঘাড়ে। সূত্রের খবর,মুরলীধরের মাথায় এবং পিঠে চোট লেগেছে।মৌলালির ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে।