মহানগর ডেস্ক: এবার বিজেপির রাজ্যসভার সাংসদ এবং প্রাক্তন ডেপুটি সিএম সুশীল কুমার মোদিকে (BJP) সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। তাঁর বক্তব্য, “মহাগঠবন্ধন সরকারকে ফেলে দেখান সুশীলজি”। রবিবার গোপালগঞ্জে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিহারের মুখ্যমন্ত্রী বলেছেন, “সুশীল মোদি যদি দাবি করে থাকেন যে মহাগঠবন্ধন সরকার নিজেদের মেয়াদ পূরণ করতে পারবে না, তবে তিনি সরকার ফেলার চেষ্টা করে দেখতে পারেন। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বাহবা পেতে পারেন তিনি”।
সম্প্রতি বিজেপির আঁচল ছেড়ে আরজেডি ও কংগ্রেসকে সঙ্গে নিয়ে মহাজোট গঠন করেছেন নীতীশ কুমার। এদিন তিনি বলেছেন, “দয়া করে সুশীলজিকে মহাজোট সরকার ফেলে দেখাতে বলুন, যাতে তিনি দলে অন্তত বাড়তি মর্যাদা পান। ২০২০-তে বিধানসভা নির্বাচনে যখন এনডিএ সরকার গঠিত হয়েছিল, তখন এমন কোনও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়নি তাঁকে। প্রতিদিন এই সরকারের বিরুদ্ধে কথা বলছেন তিনি, যাতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা তাঁর কাজে খুশি হয়”।
উল্লেখ্য, শুক্রবার সুশীল মোদি জানিয়েছিলেন, আরজেডি বিধায়ক আওয়াধ বিহারী চৌধুরী বিহার বিধানসভার স্পিকার নির্বাচিত হওয়ায় পর জেডিইউর ৪৫ জন বিধায়কের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। লালু প্রসাদজি যখন চাইবেন তখনই নীতীশ কুমারকে সরিয়ে নিজের ছেলেকে রাজ্যের মুখ্যমন্ত্রী করবেন। যে দলের কাছে ১১৫ জন বিধায়কের সমর্থন রয়েছে। খেলা ঘুরতে বেশি সময় লাগবে না”। সুশীলজির এহেন মন্তব্যের পরেই তাঁর দিকে চ্যালেঞ্জ ছুড়েছেন বিহারের মুখ্যমন্ত্রী।