মহানগর ডেস্ক : দুদিন হয়ে গিয়েছেন ঐন্দ্রিলা শর্মা মারা গিয়েছেন। তবে শারীরিকভাবে চলে গেলেও নিকট চন্দ্রের কাছে রেখে গিয়েছেন একরাশ স্মৃতি। বিশেষ করে তার পরিবার প্রিয়জনদের কাছে তার শূন্যতা এত সহজে মেটার নয়। অভিনেত্রীকে শেষ দিন পর্যন্ত আঁকড়ে রেখেছিলেন সব্যসাচী। এমনকি ঐন্দ্রিলার শেষ ইনস্টাগ্রাম পোস্টেও রয়েছেন তিনি।
তবে অভিনেত্রী মারা যাওয়ার পরেই ফেসবুক থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন অভিনয়টা সব্যসাচী চৌধুরী। এবার বামাক্ষ্যাপা অভিনেতা নিজেকে সরিয়ে নিয়েছেন ইনস্টাগ্রাম থেকেও। যে ফেসবুক মাধ্যমকে ব্যবহার করতেন ঐন্দ্রিলার শারীরিক তথ্য আপডেট দেওয়ার জন্য। তার মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ হয়ে গিয়েছে তার ফেসবুক অ্যাকাউন্ট। তার কয়েকদিন যেতে না যেতেই এবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট।
কাছের মানুষের স্মৃতি মুছতে কি তবে এবার সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন সব্যসাচী? ঐন্দ্রিলার শেষ ইনস্টাগ্রাম পোস্টে চোখ রাখলে দেখা যাচ্ছে জল জল করছে তার এবং সব্যসাচীর ছবি। যেখানে লেখা রয়েছে আমার বেঁচে থাকার কারণ। তবে তার কুড়ি দিনের মাথাতে এই নির্মম পরিমিত মেনে নিতে পারছেন না অভিনেত্রীর পরিবারের কেউ। ভেবেছিলেন লড়াকু মেয়েটা এবারেও সমস্ত লড়াই যেতে বাড়ি চলে যাবে। আশাবাদী ছিলেন সব্যসাচী নিজেও। লিখেছিলেন ,’নিজের হাতে করে ওকে নিয়ে এসেছিলাম, নিজের হাতে হতে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। এর অন্যথায় কিছু হবে না’। তবে ভাগ্যের নির্মম পরিহাসে আজ দুজনের পথ অন্যদিকে। তবে জিতে গিয়েছে তাদের ভালোবাসা।