মহানগর ডেস্ক : বিগ বস হাউসে ঢোকার পর থেকে বিতর্ক যেন পিছু ছাড়ছে না সাজিদ খানের। একের পর এক বিতর্ক এসেই চলেছে তার দিকে। বিশেষ করে যৌন হেনস্থার অভিযোগে তীর বিদ্ধ তিনি। বিগ বসের বাড়িতে যাওয়ার পর থেকে সেই বিতর্ক যেন আরও কিছুটা উস্কে গিয়েছে। এবার সেই বিতর্কে ঘি ঢাললেন অভিনেতা আলি ফজল।
নিজের ইনস্টাগ্রামে আলি একটি স্টোরি শেয়ার করেন। যেখানে দেখা যাচ্ছে সাজিদের ছবিতে আগুন ধরানো হচ্ছে। সেই ছবি ভাগ করে অভিনেতা লিখলেন,’ অবিলম্বে বিগবসের বাড়ি থেকে বের করে দেওয়া হোক সাজিদকে’। কেবলমাত্র আলি একা নন, বিগ বস হাউসে সাজিদকে দেখে কার্যত ক্ষোভে ফেটে পড়েছে বলিউড। যদিও এখনো পর্যন্ত মুখ খোলেনি এই শোয়ের সঞ্চালক সলমান খান। তাই নিয়েও কম চর্চা হয়নি। তবে সূত্রের খবর বলছে, টিনসেল টাউনে কান পাতলেই শোনা যাচ্ছে এই খেলা থেকে সাজিদকে বাদ দেবার সিদ্ধান্ত নিয়েছেন সলমান।
তবে এই সিদ্ধান্তের খবর কানে গিয়েছে পরিচালকের দিদি ফারহা খানের। এই খেলায় সাজিদকে যাতে বাদ দেওয়া না হয় সেই জন্য অনুরোধ পর্যন্ত জানিয়েছেন সলমানকে। অর্থাৎ বলিউড ভাইজানের এখন উভয় সংকট। তবে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয় বিগ বস সেটাই দেখার।