মহানগর ডেস্ক: ফের উঠল ধর্ষণের অভিযোগ।চারিদিকে ধর্ষণের ঘটনা যেন পিছু ছাড়ছে না। শত নিরাপত্তা সত্বেও মহিলারা যেন বাঁচতে পারছে না কিছু পশুরুপী মানুষের হাত থেকে। ছোট শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত প্রায় সমস্ত মহিলাকেই যৌন হেনস্কার শিকার হতে হয়।এবার ধর্ষণের অভিযোগ উঠল দিল্লির এক বেসরকারি সংস্থার সিইও-র বিরুদ্ধে।
সংস্থার প্রাক্তন জুনিয়র সহকর্মীকে দিল্লির একটি পাঁচতারা হোটেলে অভিযুক্ত আমন্ত্রণ জানিয়েছিলেন।সিইও-র বিরুদ্ধে অভিযোগ উঠেছে, দেখা করার নামে তরুণীকে যৌন হেনস্থা করেন তিনি। রবিবার রাতে দিল্লির চাণক্যপুরী জেলার একটি বিলাসবহুল হোটেলে ঘটেছে ঘটনাটি।পুলিশ সূত্রে জানা গিয়েছে,আমেরিকার নাগরিক ভারতীয় বংশোদ্ভূত এই তরুণী।
তরুণী জিজ্ঞাসাবাদের সময় পুলিশকে জানান, তাঁর কাকার আগে থেকে পরিচয় ছিল অভিযুক্তের সঙ্গে। সংস্থায় চাকরি পেয়েছিলেন তিনি সেই সূত্রেই। তিনি ওই সংস্থায় উচ্চপদে চাকরিও করতেন।অভিযুক্ত রবিবার হোটেলে দেখা করে তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন। তরুণীর অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।