মহানগর ডেস্ক : নতুন করে শাকিব খান এবং শবনম বুবলির সম্পর্ক নিয়ে চর্চা তুঙ্গে। নিজেদের সম্পর্কে নিয়ে কথা বলতে গিয়ে কেঁদে ভাসালেন অভিনেত্রী। কিছুদিন আগে তার ফুল নিয়ে বিতর্ক কম হয়নি। জানিয়েছিলেন সেই উপহার নাকি শাকিবের দেওয়া। যদিও সে কথা অস্বীকার করেন অভিনেতা শাকিব খান। এমনকি নিজেদের ছেলের জন্ম নিয়েও এতদিন কুলুপ এঁটে ছিলেন নায়িকা। তবে আর থাকতে না পেরে এবার মুখ খুললেন তিনি। জনসম্মুখে এসে কেঁদে ভাসালেন তিনি।
কয়েকদিন আগে শাকিব খান দাবি করেছিলেন তার সঙ্গে কোন রকম সম্পর্ক নেই বুবলির। ছেলের প্রয়োজন ছাড়া তেমনভাবে অভিনীত সঙ্গে যোগাযোগ নেই তার। এবার নীরবতা ভাঙলেন বুবলি। অপু বিশ্বাসের সঙ্গে শাকিবের সম্পর্ক ভাঙার কারণ যে তিনি নন সেকথাও স্পষ্ট করে জানিয়ে দিলেন নায়িকা। একই সঙ্গে নিজের ও শাকিবের সম্পর্কের সমীকরণটাও বলে দিলেন।
অভিনেত্রীর দাবি,’ আমেরিকায় যে এক বছর আমি ছিলাম সন্তান জন্মের সময় তখন অনেক মোটা অংকের টাকা খরচ হয়। সাকিব দিয়েছিলেন শুধু পনেরো হাজার ডলার। বাকি সব খরচই আমি করেছিলাম। আমার ছেলের যাবতীয় দায়িত্ব আমারই। বাবা হিসেবে শাকিবের যেটুকু ইচ্ছা সেটুকুই করেন’।
এমনকি দায়িত্ব নিতে যে শাকিব রাজি নন সে আভাস পাওয়া গিয়েছিল নায়িকার কথাতে। আর পাঁচটা মায়ের মত ছেলেকে বড় করতে নায়িকা বুবলি কম কষ্ট করছেন না সেই কথাই বললেন নিজের বার্তায়।