মহানগর ডেস্ক : এতদিন ধরে জল্পনা চলছিল বলিউডে পা রাখতে চলেছেন আরিয়ান খান। কিন্তু খবরের সত্যতা জানা ছিল না বলে আপাতত জল্পনাই ছিল তা। তবে বাবা এবং বোনের মতন এবার বলিউডের পা রেখেই ফেলল ছেলে। তবে পর্দার সামনে নয় পর্দার পেছনেই কাজ করার ইচ্ছে তার। বরাবর এই কথা জানিয়ে এসেছেন বিভিন্ন জায়গায়। মঙ্গলবার সে জল্পনা এবার সত্যি করে নিজের instagram এ পোস্ট করেন আরিয়ান।
নিজের বাবার প্রযোজনা সংস্থার রেড চিলিস এন্টারটেইনমেন্টের হাত ধরেই আসছে আরিয়ানের প্রথম কাজ। এদিন মঙ্গলবার রাতে আরিয়ান পোস্ট করেন, একটি ক্লাপ বোর্ড যেখানে লেখা আরিয়ান খানের জন্য উপরের রেখায় রয়েছে রেড চিলিস এন্টারটেইনমেন্ট। এই ছবি শেয়ার করে লিখেছেন,’ লেখার কাজ শেষ, একশন বলার জন্য অপেক্ষা করতে পারছি না’।
তবে কি সিনেমা বানাচ্ছেন বা কে কে কাজ করবেন, কোন ঘরানার ছবি এটি কোন কিছুর আভাস দেননি তিনি। আপাতত তার পোস্টে কমেন্ট করেছেন মা গৌরী। লিখলেন,’এটার জন্যই অপেক্ষা করছিলাম’। অন্য দিকে তার বন্ধুরাও শুভেচ্ছা জানিয়েছেন প্রত্যেকে।