মহানগর ডেস্ক: মহারাষ্ট্রের (Maharashtra) মুখ্যমন্ত্রী হিসেবে একনাথ শিণ্ডে (Eknath Shinde) শপথ নেওয়ার ৪০ দিন পর মঙ্গলবার শপথ নিয়েছেন ১৮ জন মন্ত্রী। যেখানে বিজেপির (BJP) পক্ষ থেকে চন্দ্রকান্ত পাটিল সহ রয়েছেন সুধীর মুনগান্টিওয়ার, গিরিশ মহাজন, সুরেশ খাদে, রাধা কৃষ্ণ ভিখে পাটিল, রবীন্দ্র চাভান, মঙ্গল প্রভাত লোধা, বিজয়কুমার গাভিট এবং অতুল সাভে। অন্যদিকে নতুন মন্ত্রিসভায় বিদ্রোহী শিবিরের রয়েছেন দাদা ভুসে, শম্ভুরাজে দেশাই, সন্দীপন ভুমরে, উদয় সামন্ত, তানাজি সাওয়ান্ত, আব্দুল সাত্তার, দীপক কেসরকর, গুলাবরাও পাতিল এবং সঞ্জয় রাঠোড়। তবে অদ্ভুত বিষয় এই যে, শিণ্ডে শিবিরের মন্ত্রিসভায় নেই কোনও মহিলা।
গতকাল যে কয়জন শপথ নিয়েছেন সেখানে একজন মহিলাও নজরে পরেনি। মহারাষ্ট্রের এই নয়া মন্ত্রিসভায় স্থান হয়নি মহিলাদের। যা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে ঠাকরে শিবির। প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেছেন, “আমি বুঝতে পারছি না বিজেপির মহিলা নেতাদের সঙ্গে যেভাবে দ্বিতীয় শ্রেণীর নাগরিকদের মতো আচরণ করা হল, তাতে তাঁরা এখনও চুপ করে আছেন কীভাবে। শুধু মুখেই মহিলা সশক্তিকরণের বুলি। মন্ত্রী কোথায় গেলেন এখন?”
অন্যদিকে যে সকল মন্ত্রীরা এদিন শপথ নিয়েছেন, তারা সকলেই ঠাকরে সরকারের মন্ত্রী ছিলেন। সঞ্জয় রাঠোড়কে ২০২১-এর মন্ত্রিসভা থেকে সরিয়ে দিয়েছিলেন উদ্ধব ঠাকরে। কিন্তু শিণ্ডের মন্ত্রিসভায় তাঁর জায়গা ফের হয়ে গিয়েছে। মঙ্গলবার রাজভবনে বেলা ১১টা নাগাদ ১৮ জন মন্ত্রীকে শপথবাক্য পাঠ করান ভগৎ সিং কোশিয়ারি। তবে শিণ্ডে-ফড়ণবীশ সরকারের এই নয়া মন্ত্রিসভায় মহিলাদের জায়গা না হওয়ায়, গর্জে উঠেছে ঠাকরে শিবির।
উল্লেখ্য, মহারাষ্ট্রের সবচেয়ে ধনী বিধায়ক থেকে শুরু করে কংগ্রেস থেকে বিজেপিতে আসা প্রাক্তন বিরোধী দলনেতা রাধাকৃষ্ণ ভিখে পাটিলের নাম পর্যন্ত রয়েছে মন্ত্রীসভায়। সেইসঙ্গে তালিকায় রয়েছেন তফসিলি নেতা বিজয়কুমার গাভিট, সুরেশ খড়ে সহ আরও অন্যান্যরা। আজ থেকে শুরু হচ্ছে মহারাষ্ট্র বিধানসভার বাদল অধিবেশন। আর তার আগে কুড়িজনের একটি মন্ত্রিসভা তৈরি করে ফেলেছেন শিণ্ডে ও ফড়ণবীশ। যদিও তাতে কোনও মহিলার স্থান হয়নি।