মহানগর ডেস্ক: রাত পোহালেই মহালয়া। দেবীপক্ষের সূচনা। মহালয়ার ভোর মানেই রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্তোত্র। যেটা বাঙালির ইমোশন। আর মহালয়ার ভোরে টেলিভিশনের দূর্গার মানেই সংযুক্তা বন্দ্যোপাধ্যায়ের মুখ। কিন্তু এখন যুগ অনেকটাই পাল্টে গেছে, এখন মহালয়ার মুখ হচ্ছেন তরুণ অভিনেত্রীরা। এবার তাঁদের নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন স্পষ্টবাদী শ্রীলেখা মিত্র। কোনওদিনই বিতর্ককে তোয়াক্কা করেন না।
তাই মহালয়ার আগের দিন তাই ফেসবুকে ফের বোমা ফাটালেন শ্রীলেখা। আসলে ঋতু বদল হয়, কিন্তু ঠোঁটকাটা শ্রীলেখার কোনও বদল নেই। প্রতি বছরই মহালয়া-র টিআরপি নিয়ে বিস্তর লড়াই চলে চ্যানেলগুলির মধ্যে। এবার স্টার জলসায় মহিষাসুরমর্দিনী হিসাবে দেখা যাবে কোয়েল মল্লিককে, অন্যদিকে জি বাংলার ‘জগদ্ধাত্রী’ অঙ্কিতা মল্লিক, ওদিকে কালার্স বাংলায় দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্ত কে। এর মাঝেই ফেসবুকের দেওয়ালে শ্রীলেখা বোমা পাঠালেন, ‘কাল আবার সেই টিভিতে বিভীষিকাময় মহালয়া… প্লিজ পার্সোনালি নিও না। আর নিলেও বা কী আর করার আছে আমার’।
গত বছরও মহালয়া-র অনুষ্ঠান দেখার পর চটে লাল হয়েছিলেন শ্রীলেখা। ফেসবুক পোস্টে লিখেছিলেন, ‘মা দুর্গা সাজতে গেলে ডিজ়াইনার শাড়ি গয়না লাগে না। স্পেশ্যাল এফেক্টস দিয়ে ‘খামতি’গুলো পূরণ করা যায় না। চ্যানেল এবং বাকিরা বুঝবেন কবে? আমাদের ছোটবেলার মা দুর্গা সেজেছিলেন সংযুক্তা বন্দ্যোপাধ্যায়, দূরদর্শনে। তাঁকে মানাত। কারণ তাঁর মুখের শ্রী ছিল মায়ের মতো। আপনাদের সেটা নেই, দোষ আপনাদের নয়, সিস্টেমের… পলিটিক্যাল এবং ক্ষমতার। আবার ভাববেন না প্লিজ়, আমায় কোনওদিন মা দুর্গা হতে দেখেননি বলে আমি হিংসেতে বলছি।’