মহানগর ডেস্ক: আপনি কি একজন মহিলা? ভাবছেন একটা ভালো স্মার্টফোন (Smartphone) কিনবেন? তাহলে বলব নিজের টাকা নষ্ট করবেন না? কারণ এবার সরকার (Government) নিজ দায়িত্বে আপনাদেরকে বিনামুল্যে স্মার্টফোন দিতে চলেছে। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যিকথা। তবে এটা শুধু মাএ রাজস্থানের জন্য। রাজ্যের সমস্ত মহিলাদের স্মার্টফোন বিলি করবে বলে ঘোষণা করেছে কংগ্রেস শাসিত গেহলট সরকার।
কিন্তু এবার মনে হতেই পারে হঠাৎ কোটি কোটি টাকা খরচ করে সরকার এই সিদ্ধান্ত কেন নিয়েছে। কেনই বা চাল, ডালের মত ‘স্মার্টফোন’ বিলি করতে চাইছেন? একটু তলিয়ে ভাবলে উত্তর পাওয়া যাবে সহজেই। আসন্ন ২০২৩ সালে রাজস্থান বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনে নিজেদের ব্যালট বক্স ভরাতে এক অভিনব প্রচার মাধ্যমের উপায় বের করেছে রাজস্থানের কংগ্রেস সরকার।গেহলট সরকারের নির্বাচনী ইশতেহারেও একদম লিপিবদ্ধ রয়েছে স্মার্টফোন দেওয়ার ব্যাপারে।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এগুলি কোনো সাধারণ স্মার্টফোন নয়, এটি সরকারপন্থী প্রচার চালানোর একটি মাধ্যম।
এর মধ্যে থাকা একাধিক অ্যাপ সেই কাজ করবে। যেগুলি চাইলে আপনি কখনও আন-ইনস্টলও করতে পারবেন না।
প্রচারের এই মাধ্যম হয়ে ওঠা স্মার্টফোনগুলি ভোটে জিততে হয়ে উঠবে এক ও অন্যতম মাধ্যম। স্মার্টফোন গুলি যেমন গেহলট সরকারের হয়ে প্রচারে সাহায্য করবে ঠিক তেমনই থাকবে দলীয় ওয়ালপেপার, এমনকি দলীয় স্লোগানও থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তবে কোন কোম্পানির ফোন হবে সেটি এখনো জানা যায়নি। আপাতত ধারণা করা হচ্ছে যে, ৭ থেকে ১০,০০০ টাকার মধ্যেই এন্ট্রি লেভেল স্মার্টফোন বিলি করবে রাজস্থানের কংগ্রেস সরকার। পাশাপাশি এটি খুব শক্তিশালি স্মার্টফোন না হলেও গেহলট সরকার ৩ বছরের ফ্রি কল সহ ইন্টারনেট পরিষেবাও দেবে।