মহানগর ডেস্ক : কিছুদিন ধরেই টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে আগুন ধরেছে সৃজিত মিথিলার সুখের সংসারে। এমনকি বিচ্ছেদ হবে এমন খবরও শোনা গিয়েছে। কিন্তু ঠিক কোন কারণে ঘর ভাঙছে সৃজিত- মিথিলার? আদৌ সেই খবর কতটা সত্যি? যদিও এই তারকা দম্পতির এক হেঁয়ালি ভরা পোস্ট সেই জল্পনা আরো কিছুটা উস্কে দিয়েছে। এমনকি এটাও শোনা যাচ্ছে বেশিরভাগ সময়টা নাকি তারা আলাদা থাকছেন। সৃজিত আপাতত টলিউড বলিউড দুই নিয়ে বেজায় ব্যস্ত। ঘরে থাকার সময় নেই তার। মিথিলাও নিজের কাজ-কমিটমেন্ট নিয়ে ব্যস্ত। কখনো বাংলাদেশ কখনো কলকাতা তো কখনো আফ্রিকা ছুটে বেড়াচ্ছেন তিনি।
তবে শুরু থেকেই দুজনের প্রেম চর্চা বিয়ে সব নিয়ে তুমুল আগ্রহ ছিল দুই বাংলার মানুষের। একের পর এক নায়িকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ালেও সৃজিতের বিয়ের কথা পাকা হয়নি কারো সাথে। অন্যদিকে কয়েক দিনের পরিচয়তে মিথিলার সঙ্গে সম্পর্ক তারপর বিয়ে। স্বাভাবিকভাবে নজর কেড়েছিল অনেকের। অন্যদিকে মিথিলা তাহসানকে ছেড়ে ভালোবেসে ছিলেন টলিপাড়ার এই পরিচালককে। তবে বিয়ের দু’বছর বেরোতে না পেরে তুই নাকি বিচ্ছেদ হচ্ছে দুজনের। এমন খবরে আপাতত সুর গরম টলিউড। কিন্তু অভিনেত্রী নিজে কী বলছেন?
মিথিলার কথা অনুযায়ী,’ বিয়ে ভাঙ্গার গুজব পুরোপুরি ভিত্তিহীন। আমার কোন ধারণা নেই আমাদের একটা সাধারণ সোশ্যাল মিডিয়া পোস্ট কী ভাবে ডিভোর্সের জল্পনা শুরু করে দিল। শুরুতে আমি সৃজিতের পোস্ট খেয়াল করিনি। আমার বেশ কয়েকজন বন্ধু আমাকে ব্যাপারটা বলে। আমি তো হতচিত হয়ে গিয়েছিলাম যে কত সহজভাবে লোকে আমাদের ডিভোর্স নিয়ে কথা বলছে। আমরা তো তেমন কিছুই লিখিনি’। শুধু তাই নয় ওটিটি প্লে-কে দেওয়া সেই সাক্ষাৎকারে মিথিলা জানিয়েছেন ,’ব্যাপারটা ভীষণ অনৈতিক’। পাশাপাশি জানিয়েছেন তাদের মেয়ে বড় হচ্ছে এসব প্রভাব তার ওপরেও পড়তে পারে। এমনকি সময় তিনি যখন ঢাকায় আটকে পড়েছিলেন তখনো তাদের বিচ্ছেদ নিয়ে কথা উঠেছিল জানিয়েছেন অভিনেত্রী।
উল্লেখ্য, সৃজিত এবং মিথিলা দুজনের পোস্ট নিয়ে জল্পনা শুরু হয় ফেসবুক ওয়ালে। সেই নিয়ে নেটিজেন থেকে অনুরাগী প্রত্যেকেই ভেবেছিলেন হয়তো তাদের সম্পর্কে ফাটল ধরেছে। যদিও দিন কয়েক আগে সৃজিত সপরিবারে এক ছবি দিয়ে লিখেছেন ফ্যামিলি টাইম উইথ মিথিলা এবং আইরা, মিসড ইউ সুজিত মুখার্জি’। অর্থাৎ মুখে না বললেও পরিচালক আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন সবকিছু ঠিক হয়েছে।