মহানগর ডেস্ক: শীত পেরিয়ে এখন বসন্ত চলছে। তবে এবার বসন্তের হাওয়াও জানান দিচ্ছে গরম আসছে। গত সপ্তাহে বেশ ভালোই বৃষ্টিতে ভিজেছে বাংলা। এমনকি মঙ্গলবারও রাতের দিকে বেশ কয়েকটি জেলায় হয়েছে ছিটেফোঁটা বৃষ্টি। তবে আজ বুধবার থেকে আর বৃষ্টির আপাতত সম্ভাবনা নেই। উল্টে বাড়বে অস্বস্তিকর তাপমাত্রা। ফের কবে হবে বৃষ্টি। জেনে নিন কি বলছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী শনিবার পর্যন্ত রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। রবিবার ফের বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও এই কয়েকদিন আবহাওয়া শুষ্কই থাকবে। উল্টে এই কয়েকদিনে গরম বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ২ মার্চ পর্যন্ত আবহাওয়া শুষ্কই থাকবে। কলকাতায় শনিবার পর্যন্ত কোনও বৃষ্টির সম্ভাবনা নেই।
কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ থেকে ২০ ডিগ্রির আশেপাশে। রোদ ঝলমলে আকাশ থাকবে। তবে কিছুটা রোদের তেজও বাড়বে বলেই জানানো হয়েছে। কলকাতার সঙ্গেই জেলার তাওমাত্রাও কিছুটা বাড়বে এই কয়েকটা দিনে।