মহানগর ডেস্ক : সপ্তাহের প্রথম দিনেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। সুন্দরবনে কাঁকড়া সংগ্রহে গিয়ে ফের বাগের মুখে পড়ে প্রাণ হারালেন এক মৎস্যজীবী। দিন দিন যেন এহেন ঘটনা বাড়ছে। সুন্দরবনের জীবন জীবিকা বলতে নদী থেকে কাঁকড়া ও মাছ সংগ্রহ ও তা বিক্রি। এদিকে বাঘের উপস্থিতির আতঙ্কে প্রায় হাতে প্রাণ নিয়েই উপার্জনে বের হন মৎস্যজীবীরা। আর অতর্কিতেই বাঘ ঝাঁপিয়ে পড়লে মৎস্যজীবীদের পরিবারের মাথার ওপর ভেঙে পড়ে আকাশ।
স্থানীয় সূত্রে খবর, নিহতের নাম হরিপদ মণ্ডল। সোমবার সকালে ৪ সঙ্গীকে নিয়ে গভীর জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন হরিপদ।জঙ্গলে ঢুকে খড়ির জলে নামতেই ঘটে বিপত্তি। সেখানে যে বাঘ ঘাপটি মেরে বসেছিল তা কেউই বুঝে উঠতে পারেননি। এরপর আচমকা হরিপদর ওপর ঝাঁপিয়ে পড়ে রয়্যাল বেঙ্গল টাইগার। নিহত হরিপদ ঝড়খালির বাসিন্দা।কাঁকড়া ধরার সময় আচমকাই তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে বাঘ। এরফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মৎস্যজীবীর অন্যান্য সঙ্গীরা কোনওভাবে সেখান থেকে পালিয়ে প্রাণ বাঁচিয়েছেন।
প্রসঙ্গত, ফেব্রুয়ারিতে এই নিয়ে সুন্দরনে বাঘের মুখে পড়ে প্রাণ হারালেন ৩ মৎস্যজীবী। এর আগে গত ৬ ফেব্রুয়ারি সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হানায় মৃত্যু হয়েছিল এক মৎস্যজীবীর। এরপর গত ১৬ ফেব্রুয়ারি সুন্দরবনের কোর এলাকায় কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হারায় প্রাণ হারান আরও এক মৎজীবী। সেই ঘটনার ১০ দিনের মাথায় আবারও বাঘের হানায় প্রাণ গেল আর এক মৎস্যজীবীর।