মহানগর ডেস্ক: ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে শনিবার বিকেল ৪টে ৩২ মিনিটে এসে পৌঁছন তৃণমূলের ঘাটালের সাংসদ দেব। ৫০ মিনিট বৈঠক সেরে দেব চলো যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। সেখানেও দীর্ঘ বৈঠক করে বেরিয়ে যান দেব। তবে বৈঠকে কি হল সেই বিষয়ে মুখ খোলেননি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দেব এই তিন জনের কেউই। দলগত ভাবে তৃণমূলের তরফেও এই বৈঠক সম্পর্কে কিছু জানানো হয়নি।
এদিকে তৃণমূলের একটি সূত্র মারফত জানা যাচ্ছে অভিষেক ও মমতার কথায় দেব আগামী লোকসভা নির্বাচনে লড়তে সম্মত হয়েছেন। তবে ঘাটালেই তিনি কি আবার প্রার্থী হবেন? এই বিষয়টি তৃণমূলের ওই সূত্র নিশ্চিত করেনি। এদিকে দেব আবার ভোটে দাঁড়াচ্ছেন এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করলে তিনি বলেন, “ঘাটালে ২ লাখ ভোটে জিতবে বিজেপি। মোদিজি ছাড়া কাউকে কেউ ভোট দেবে না। কেউ চায় না দেশটা আফগানিস্তান হয়ে যাক। প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে দেবের তিনটি সরকারি পদ থেকে ইস্তফা দেওয়া এবং লোকসভায় নিজের আসনের সামনো থেকে একটি ছবি ফেসবুকে পোস্ট করা এবং তিনি আর ভোটে দাড়াতে রাজি নয়, এই বিষয়গুলো প্রকাশ্যে আসতেই নানান জল্পনা তৈরি হয়েছে দেবের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে। শনিবার এই আবহেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘাটালের তৃণমূল সাংসদ বৈঠকে বসেন। তারপর ৫ মিনিটের বৈঠক শেষে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে যান এবং বৈঠক করেন।
বৈঠক শেষে সোজা গাড়ি করে দেব বেরিয়ে যান অভিষেকের অফিস ও মমতার বাড়ি থেকে, সাংবাদিকদের কোনও কথার জবাব না দিয়ে। এদিকে তৃণমূলের তরফেও সরাসরি দলগত ভাবে জানানো হয়নি বৈঠকে কি সিদ্ধান্ত হল, তাই দেবের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা সেই অর্থে কাটার আভাস পাওয়া গেলেও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।