মহানগর ডেস্ক : ১৭ লক্ষ টাকা… না না কারোর ব্যাংক ব্যালেন্স কিংবা ইঞ্জিনিয়ার পরীক্ষার র্যাঙ্ক নয়। এ হলো টিকিটের দাম। নিশ্চয়ই ভাবছেন কিসের টিকিট। তাহলে বলি পপ তারকা টেলার সুইফ্টের ২০২৩ সালের একটি কনসার্ট আয়োজন করা হয়েছে আমেরিকাতে। সেখানেই টিকিটের দাম ১৭ লক্ষ টাকা। আজ্ঞে হ্যাঁ। ঠিকই শুনেছেন।
দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় অরিজিৎ সিংয়ের গানের অনুষ্ঠানের টিকিটের দাম নিয়ে যখন রাতের ঘুম উড়ে গিয়েছিল মানুষের। পক্ষে বিপক্ষে ভাগ হয়ে গিয়েছিল অরিজিতের অনুরাগীরা। এত টিকিটের দাম কেন বলে যখন গলা ফাটা ছিলেন সবাই। তার মাঝেই এল এই খবর। নভেম্বরে শুরুতেই নিজের ইনস্টাগ্রামে এই তারকা জানিয়েছিলেন খুব শিগগিরই ওয়ার্ল্ড ট্যুর করবেন তিনি। যেখানে বিভিন্ন দেশে বসবে তার গানের আসর। জানুয়ারি থেকে শুরু হবে সেই টুর কনসার্ট। এখানে ইউএস কনসার্টের টিকিটের দাম সামনে আসতেই আপকে উঠেছেন অনেকে।
যদিও ভক্তরা মনে করছেন এই দাম ন্যায্য। যেভাবে সম্পূর্ণ নিজের যোগ্যতায় শূন্য থেকে শুরু করে শীর্ষে উঠেছে তিনি তাই তার এই টিকিট মূল্য যোগ্য। তবে অন্যদিকে নেটিজেনরা ব্যস্ত বহুমূল্য টিকিটকে কেন্দ্র করে মিম ট্রোল তৈরি করতে। এর মধ্যে সোশ্যাল মাধ্যম ভরেও গিয়েছে সেই ট্রোলে।
If anyone is wondering how the presale for Taylor swift tickets is going: pic.twitter.com/vEvzcXq4KX
— Grace (@GoughnourGrace) November 15, 2022
8 billion people in the world and every single one of them is ahead of me in the taylor swift ticketmaster queue apparently
— shawty lynn 🧣 (@HereComesShawty) November 15, 2022
And they’re all in the Taylor Swift presale queue rn https://t.co/9ybWMfsMef
— t (@cIitarek) November 15, 2022