মহানগর ডেস্ক: সাধারণ মানুষ হোক বা সেলিব্রিটি, বাবা-মা হওয়ার খুশি সবারই থাকে। তাও আবার বিয়ের ১২ বছর যদি আপনি শোনেন যে, আবার বাবা হতে চলেছেন তখন বোধহয় আপনার খুশিটা আকাশছোঁয়া হবে, হ্যাঁ সেটাই স্বাভাবিক। ঠিক যেমনটা হল WWE রেসলার রাহেলা দিলীপ রানা ওরফে দ্য গ্রেট খালির। যাঁকে বেশ কিছু ছবিতেও মজার দৃশ্যে অভিনয় করতে দেখেছেন আপনারা। সেই লম্বা স্বাস্থ্যবান পুরুষটি, যার নাম ভক্তদের দেওয়া দ্য গ্রেট খালি। সম্প্রতি বাবা হয়েছেন তিনি, তাও আবার বিয়ের ১২ বছর পর। তাঁর স্ত্রী একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। শুক্রবার তিনি, তাঁর স্ত্রী এবং সন্তান হাতে নিয়ে একটি ছবি পোস্ট করে সুখবরটি জানিয়েছেন। আর খবরটি প্রকাশ্যে আসা মাত্রই একেবারে ভক্তদের শুভেচ্ছার বন্যা বইছে।
খালির সঙ্গে সোশ্যাল মিডিয়া পেজে নবজাতক শিশুটি রয়েছে। জানা গিয়েছে, খালির স্ত্রী হারপিন্দর কৌর আমেরিকার একটি প্রসূতি হাসপাতালে পুত্রের জন্ম দিয়েছেন। খালি সিরমাউর জেলার শিলাইতেল ধীরানা গ্রামের বাসিন্দা। বর্তমানে খলচিয়ার বাড়িতে আনন্দের আমেজ বিরাজ করছে। রেসলিং এর পাশাপাশি তাঁকে বেশ কয়েকটি বলিউড সিনেমা এবং রিয়েলিটি শোতেও দেখা গিয়েছে, যেখানে তিনি তাঁর প্রতিভা প্রদর্শন করেছেন। কুস্তি জগতের মুকুটহীন রাজা তিনি। দিলীপ সিং রানার আগে একটি ৪ বছরের কন্যা সন্তান রয়েছে। গ্রেট খালি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য জানিয়ে লিখেছেন, ‘আপনাদের সকলের আশীর্বাদে আমি আবারও বাবা হওয়ার সৌভাগ্য পেয়েছি।’ এই খবর পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় তাঁকে অভিনন্দন জানাচ্ছেন খালির ভক্তরা। গ্রেট খালির এটি দ্বিতীয় সন্তান।
এই দম্পতির আগে আভালিন রানা নামে একটি ৮ বছর বয়সী কন্যা ছিল। বিয়ের ১২ বছর পর, কন্যা রূপে খালির প্রথম সন্তান হয়। এখন তাঁর আট বছর বয়স, মেয়ের ৮ বছরের মাথায় দ্বিতীয় সন্তান হিসেবে ছেলের জন্ম দিয়েছেন খালির স্ত্রী। গ্রেট খালির ঘনিষ্ঠ বন্ধু এবং মুখপাত্র বলওয়ান বলেছেন যে গ্রেট খালির স্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রে একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। ‘দ্য গ্রেট খালির স্ত্রী হরমিন্দর জলন্ধরের নূরমহলের বাসিন্দা। দুজনেই ২০০২ সালে বিয়ে করেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, হরমিন্দর দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করেছেন। বিয়ের কয়েক বছর পর তিনি রেসলিং জগতে প্রবেশ করেন।