মহানগর ডেস্ক: সপ্তাহ শেষে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। ভক্তদের বহনকারী একটি ট্রাক্টর-ট্রলি পুকুরে উল্টে জেতেই ঘটেছে বিপত্তি। এতেই মৃত্যু হয়েছে ১২ জনেরর। আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলেই জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
উত্তর প্রদেশের কাসগঞ্জে দুর্ঘটনাটি ঘটেছে। ভক্তদের বহনকারী একটি ট্রাক্টর-ট্রলি একটি পুকুরে গিয়েছে বলেই জানা গিয়েছে। ভক্তরা ‘মাঘী পূর্ণিমা’ উপলক্ষে পবিত্র স্নান করতে গঙ্গার দিকে যাওয়ার সময়ে দুর্ঘটনা ঘটে। কিছু একটা হয়েছে বুঝতে পেরেই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। পুলিশ আসার আগেই স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী কর্তৃপক্ষকে অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে তৎপরতা আনার নির্দেশ দিয়েছেন। আহতদের যথাযথ চিকিৎসারও নির্দেশ দিয়েছেন তিনি। কিভাবে দুর্ঘটনা ঘটল তা পুলিশকে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।