মহানগর ডেস্ক: মঙ্গলবার রাজস্থানের উদয়পুরে (Udaypur) এক দরজিকে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। তিনি ঘৃণাকে পরাস্ত করার জন্য সকলকে আহ্বান জানিয়েছেন। একটি টুইট বার্তায় তিনি বলেন যে, ‘ধর্মের নামে আর বর্বরতার সহ্য করা যায় না। যারা সন্ত্রাস ছড়াচ্ছে তাদের অবিলম্বে শাস্তি দেওয়া উচিত’। তাঁর বক্তব্য, “আমি সকলের কাছে আবেদন করছি, দয়া করে শান্তি ও ভ্রাতৃত্ব বজায় রাখুন”।
কানহাইয়া লাল নামে ৪৭ বছর বয়সী এক দরজি বিজেপির সাসপেন্ডেড নেত্রী নুপুর শর্মাকে সমর্থন করলে, তাঁর শিরচ্ছেদ করা হয়। তারপরই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে রাজস্থানের উদয়পুরে। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। কারণ যারা ওই ব্যক্তিকে হত্যা করেছিল, তারা সেই সময়কার ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়ায়। সেইসঙ্গে ভিডিওতে হত্যাকারীদের একাধিক আপত্তিকর মন্তব্য করতে দেখা গিয়েছে। এমনকি তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হুমকি দিয়েছে বলেও, জানা গিয়েছে।
আরও পড়ুন, ‘একেই বলে সুবর্ণ সুযোগ’,ডানকি ছবিতে শাহরুখের বিপরীতে কাজ করা নিয়ে বললেন তাপসী
প্রসঙ্গে আম আদমি পার্টির আইন প্রণেতা রাঘব চাড্ডা এই হত্যাকান্ডকে একেবারে মর্মান্তিক এবং ভয়ঙ্কর বলে অভিহিত করেছেন। তাঁর বক্তব্য, ‘সুশীল সমাজে বর্বরতার কোনও স্থান নেই। এই ঘৃণ্য কাজের নিন্দা জানাই। রাজস্থান সরকারকে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে’।
ঘটনা প্রকাশ্যে এলেই বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। পুলিশ সূত্রে, গতকাল দুপুর আড়াইটে নাগাদ উদয়পুরের ধানমণ্ডি এলাকায় ওই দরজির দোকানে ঢোকে অভিযুক্ত দুই যুবক মহম্মদ রিয়াজ আখতার ও মহম্মদ গোশ। তারা শুরুতে নিহত দরজির কাছে জামার মাপ দেয়। এরপরেই ধারালো অস্ত্র দিয়ে ওই ব্যক্তির মাথায় ও গলায় আঘাত করে। এই ঘটনা নিয়ে ভারতের কমিউনিস্ট পার্টি নেতা সীতারাম ইয়েচুরি বলেছেন, ঘৃণা ও সহিংসতা পরিবেশের সামাজিক শৃঙ্খলাকে অমানবিক করে তুলছে। অপরাধীদের কঠিন শাস্তি পেতে হবে।
অন্যদিকে বিজেপি সাংসদ রাজ্যবর্ধন রাঠোর রাজস্থানের কংগ্রেস সরকারের দিকে আঘাত হেনে বলেছেন, রাজ্যটি তালিবানি রাজ্যে পরিণত হতে চলেছে। হাত শিবির শাসিত ওই রাজ্যে মুসলমানদের সাহস এতটাই বেড়ে গিয়েছে যে, তারা প্রকাশ্যে হত্যা করছে এবং প্রধানমন্ত্রীকে হুমকি দিচ্ছে। এদিন রাহুল গান্ধী শান্তি ও ভ্রাতৃত্ব বজায় রাখার অনুরোধ জানিয়েছেন।