মহানগর ডেস্ক: সোমবার শিবসেনা সভাপতি উদ্ধব ঠাকরে ( Uddhav Thackeray) জানিয়েছেন, দলের দশেরা সমাবেশ অনুষ্ঠিত হবে মুম্বইয়ের (Mumbai) শিবাজী পার্কে। পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত বাল ঠাকরের সময় থেকে এই অনুষ্ঠান হয়ে আসছে সেখানে। যদিও মিস্টার ঠাকরে এখনও এই সমাবেশের অনুমোদন পাননি মুম্বই নাগরিক সংস্থা থেকে।
চলতি বছরের জুনে দল ভেঙে যাবার পর এটাই হবে শিবসেনার প্রথম দশেরা সমাবেশ। সেনা বিধায়কদের একটি দল ঠাকরে নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলে, মুখ্যমন্ত্রীর পদ ছাড়েন উদ্ধবজি। যার দরুন মহারাষ্ট্রে নতুন সরকার গঠন করেন একনাথ শিণ্ডে। শনিবার উদ্ধবের ছেলে এবং প্রাক্তন প্রতিমন্ত্রী আদিত্য ঠাকরে বলেছেন যে, দশেরা সমাবেশের জন্য আবেদন পত্র গ্রহণ করছে না কর্তৃপক্ষ। অক্টোবরের ৫ তারিখ দশেরা পালিত হবে।
এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় উদ্ধবজি বলেছেন যে, শিব সৈনিকরা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে শিবাজী পার্কে আসার প্রস্তুতি শুরু করে দিয়েছে। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথায়, “শিবতীর্থে সেনার বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হবেই”। বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন ১৯৯৭ থেকে এই বছরের মার্চ পর্যন্ত শিবসেনা দ্বারা নিয়ন্ত্রিত ছিল। কিন্তু জুন মাসে ঠাকরে নেতৃত্বাধীন সরকারের পতনের পর সমস্তটাই পাল্টে গিয়েছে।
এখন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বিদ্রোহী সেনা নেতা একনাথ শিণ্ডে এবং উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ। কিন্তু এদিকে মহারাষ্ট্রের বর্তমান সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন ঠাকরে পুত্র। তাঁর বক্তব্য, “মুম্বইতে শিবসেনা দশেরা সমাবেশ করার অনুমতি চাইছে দীর্ঘদিন ধরে। কিন্তু কর্তৃপক্ষ আমাদের আবেদন গ্রহণ করছে না। এটি একটি দমনমূলক সরকার”।