মহানগর ডেস্কঃ এক যুবক নিজের আসল পরিচয় গোপন করে এক তরুণীকে বিয়ে করেন। বিয়ের পর যখন যুবকের আসল পরিচয় প্রকাশ্যে আসে, তখন যুবক স্ত্রীকে জোর করতে থাকেন ধর্ম পরিবর্তন করার জন্য। এমনকি কিছু দিন পর অত্যাচার বাড়তে থাকে, তরুণী কে পণের দাবিতে খুনের হুমকিও দিতে শুরু করেন। বিয়ে করা তরুণীর এই অভিযোগের ভিক্তিতে শুক্রবার তরুণকে পুলিশ গ্রেফতার করে।
ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশে সোনভদ্র এলাকায় । অভিযুক্ত ব্যক্তির নাম সাহজেব, ওরফে রোহন রাই। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, রোহনের সাথে তরুণীর পরিচয় ঘটে ফেসবুকের মাধ্যমে। তারপর শুরু হয় কথাবার্তা, ধীরে ধীরে বন্ধুত্বের সম্পর্ক ভালো গড়ে ওঠে দুজনের মধ্যে, তারপর সেই বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে পরিণত হতে থাকে। তারপর একদিন দুজনে সিদ্ধান্ত নিলেন বিয়ে করার।
ঘটনা সম্পর্কে তরুণী জানিয়েছেন যে, যেহেতু ফেসবুকে পরিচয় ঘটেছিল দুজনের সেই জন্য বিয়ের আগে রোহনের বিষয়ে কিছুই জানতেন না তরুণী। বিয়ে করার পর আসল পরিচয় জানতে পারেন যে তার স্বামীর নাম রোহন নয়। স্বামীর আসল নাম সাহজেব। তারপর তরুণী জানতে পারেন অভিযুক্ত যুবক বিয়ে করার জন্য, তাঁর নকল পরিচয় নিয়ে বিয়ে করেছেন। শুধু তাই নয় বিয়ে করার পর অত্যাচারও করা শুরু করে দেয় স্ত্রীকে ধর্ম পরিবর্তনের জন্য ।প্রতিদিন জোর করতে থাকেন যে স্ত্রী কে ধর্ম পরিবর্তন করতে হবে নাহলে পন দিয়ে হবে।করতেন সাহজেব। যদি স্ত্রী পণ দিতে না পারেন, তাহলে স্ত্রীকে খুন করবেন, এমন হুমকিও দিতে থাকতেন অভিযুক্ত। হুমকিও দেন বলে
বাধ্য হয়ে স্ত্রী সাহজেবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে থানার দারোস্ত হন। উত্তর প্রদেশের পুলিশ অভিযোগ শুনে ঘটনা খতিয়ে দেখে সাহজেবকে গ্রেফতার করে । পুলিশের তরফ থেকে জানানো হয়েছে পুলিশ এর তদন্ত করছেন। এমনকি সাহজেবের কঠোর শাস্তি হবে এই বিষয়েও বলেন।