মহানগর ডেস্ক: আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে, জানাচ্ছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Office) সূত্রে, শুধুমাত্র মৌসুমী অক্ষরেখার হিমালয়ের পাদদেশে অবস্থানের কারণে কিছু জেলায় ভারী বৃষ্টিপাত হলেও হতে পারে। তবে রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও, তার পরিমাণ আজ সোমবার থেকে কিছুটা হলেও কমবে।
অন্যদিকে আবহবিদদের কথায়, উত্তরবঙ্গে বৃষ্টি জারি থাকবে। সেখানকার বেশ কয়েকটি জেলা বৃষ্টিতে ভাসবে। এমনিতেই সময়ের আগে বর্ষা প্রবেশ করেছে উত্তরবঙ্গে। কিন্তু দক্ষিণবঙ্গে প্রথম থেকেই বৃষ্টির ঘাটতি ছিল। বিগত কয়েকদিনে হওয়া তুমুল বৃষ্টির জেরে সেই ঘাটতি অনেকটাই কমেছে। আগামী বেশ কয়েকদিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে।
এদিকে হাওয়া অফিস সূত্রে, এই মুহূর্তে কোনও নিম্নচাপের দেখা মেলেনি। ফলে আগামী চার থেকে পাঁচ দিন বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে। উল্টে বাড়বে তাপমাত্রা। বজায় থাকবে আর্দ্রতা জনিত অসস্তি। কখনও সখনও আকাশ মেঘলা থাকলেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কলকাতায়। বুধবার বৃষ্টির পরিমাণ কমলেও, বৃহস্পতিবার থেকে ফের তা তুলনামূলকভাবে বাড়ার সম্ভাবনা রয়েছে।