মহানগর ডেস্ক: জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস। শুধু বৃষ্টি নয় জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্টও। ঝড়-জলের সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে বলেই হাওয়া অফিস জানিয়েছে। সপ্তাহের শুরুর দিন থেকেই মহা দুর্যোগের খবর শোনাচ্ছে হাওয়া অফিস। বাড়ির বাইরে বের হওয়ার আগে জেনে জেনে নিং আবহাওয়ার আপডেট।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ টানা বৃষ্টিতে ভিজবে। সঙ্গে ৬০ কিলোমিটার বেগে বইবে দমকা হাওয়া বইতে পারে। একাধিক জেলাতে চারদিন ধরে কালবৈশাখী ঝড় বইতে পারে বলেই জানানো হয়েছে । আজ সোমবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় । সেই সঙ্গেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে হুগলি, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে। সোমবার থেকে আগামী চারদিন দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা ।
বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া ও হুগলিতে ঝড় ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে ১৯ মার্চ অর্থাৎ মঙ্গলবার । সেই সঙ্গেই ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। মঙ্গলবার শিলাবৃষ্টি হতে পারে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে। বুধবার ২০ মার্চও দক্ষিণবঙ্গের সব জেলার ঝড়-বৃষ্টি হবে। বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা কমলেও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকাগুলিতে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।