মহানগর ডেস্ক: পঞ্জিকা বলছে যে এবছর মহামায়া বিদায় নেবেন নৌকা চড়ে। নৌকায় বিদায় মানেই ঝড় বৃষ্টি অবসম্ভাবী। আর সেই মত মায়ের বিদায় বেলায় শহর কোলকাতা থেকে জেলার বিভিন্ন প্রান্ত এখন চিন্তিত যে কি হতে চলেছে দশমীর আবহাওয়া। অনেক প্রতিমা দশমীতেও হয় না নিরঞ্জন। পাশাপাশি রাজ্য সরকারের কার্নিভাল অনুষ্ঠান সম্পাদন হতে এখনো বাকি তিন দিন। তাই কলকাতার পূজো প্যান্ডেলে এখনো থাকবে দুর্গা প্রতিমা তাই অনেকেই রয়েছেন দশমীতেও প্যান্ডেল হপিংয়ের বেরিয়ে পড়েন। কিন্তু আদৌ কি আজ সম্ভব পুজোর বাকি দিনগুলোর মত জমিয়ে ঠাকুর দেখার? সেই পরিস্থিতিতে আজ (বুধবার) রাজ্যের কোন জেলায় কত বৃষ্টি হবে, তা দেখে নিন –
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ইতিমধ্যেই ভেসে না গেলেও সপ্তমী থেকে নবমী পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। তবে দশমীতে দেবী দুর্গা নৌকাচরে হিমালয় পাড়ি দিলেও পশ্চিমবঙ্গের কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস নেই। তবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের একাধিক জেলা যেমন দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা আছে। অন্যদিকে আজ (বুধবার, ৫ অক্টোবর) উত্তরবঙ্গের আট জেলা তথা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
তবে এই বৃষ্টিপাত একটানা হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। যেমন সকাল থেকেই কলকাতা এবং হাওড়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সকাল ৯ টা ১০ মিনিট থেকে শুরু হয়েছে জার রেশ থাকবে প্রায় দুই ঘণ্টা।
আবহাওয়াবিদের তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপ ক্রমশ শক্তি হারানোয় পশ্চিমবঙ্গে সেভাবে বৃষ্টি হয়নি, তবে বঙ্গের বাইরে আজ অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গায় বৃষ্টি চলবে। উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। অন্ধ্রপ্রদেশের উত্তর এবং দক্ষিণ উপকূলবর্তী এলাকায় আগামী তিনদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।