মহানগর ডেস্ক: ফের আমুল বদলে যাবে আবহাওয়া। সপ্তাহের শুরতে আবহাওয়া শুষ্ক থাকলও শেষটা ভিজবে বৃষ্টিতে। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। গত কয়েকদিনে যদিও খুব বেশি রাতের দিকে গরম ছিল না তবে দিনের বেলায় রোদের তেজ বেশ ভালোই ছিল। সপ্তহান্তে ফের বৃষ্টি হবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। বঙ্গজুড়ে থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া।
শনি থেকে সোম বৃষ্টি হবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। সেই সঙ্গেই ৩০ থেকে ৪০ মিমি বেগে বইবে ঝড়ো হাওয়া। সোমবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টি হতে পারে। আগামীকাল শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে । রবিবার উত্তর বঙ্গের সমস্ত জেলায় বৃষ্টি হতে পারে।
হাওয়া অফিস জানিয়েছে আজ শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২০.৭ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ সর্বোচ্চ ৮৯ শতাংশ এবং ন্যূনতম ৩৩ শতাংশ। আজ রাতে আকাশ পরিষ্কার থাকবে।