মহানগর ডেস্ক : টলিউড ছেড়ে অনেক দিন পাড়ি দিয়েছেন বলিউডে। এবার ধীরে ধীরে সেখানে নিজের রাজত্ব বিস্তার করতে তৈরি যশ দাশগুপ্ত। একের পর এক টলিউড অভিনেতা সারপ্রাইজ দিয়ে যাচ্ছেন তার অনুরাগীদের। এই যেমন দিব্যা খোসলা কুমারের ইয়ারিয়া ২ ছবির শুটিং করলেন। এর মাঝে নতুন ছবি বোমা ফাটালেন তিনি। তবে এবারে যশের সঙ্গে রয়েছে যশরাজ।
বলিউডের মাঠে নতুন অভিনেতাদের দাঁড় করাতে বারবার এগিয়ে এসেছেন যশরাজ ফিল্মস। এবার বাংলার যশের পেছনে তিনি। অর্জুন কাপুর, পরিনীতি চোপড়া ,অনুষ্কা শর্মা, রণবীর সিংয়ের মত অভিনেতাদের ক্যারিয়ার গড়ে দিয়েছে এই ব্যানার। এবার সেই তালিকাতে ঢুকতে চলেছেন টলিউডের যশ। তবে এই নিয়ে আপাতত কোনরকম কথা বলতে নারাজ টলিউড অভিনেতা।
কিছুদিন আগেই ঈদে মুক্তি পেয়েছিল একটি মিউজিক ভিডিও। যেখানে নুসরাত এবং যশ একত্রে নজর কেড়েছিলেন প্রত্যেকের। তারপরেই আচমকা বলিউডে পাড়িয়ে দিয়েছিলেন অভিনেতা। হিন্দি ছবির সঙ্গে যুক্ত হওয়ার খবর জানিয়েছিলে নিজেই। তবে টলিউডেও কাজ করছেন তিনি। গ্যাংস্টার ছবির মধ্যে দিয়ে টলিউডের এসে একে একে ওয়ান, এসওএস কলকাতা একাধিক কাজ করেছেন তিনি। আর বলিউডের খাতায় নাম লেখানোর পর তার ফিল্মি ক্যারিয়ার কোন দিকে মোড় নেয়।