মহানগর ডেস্ক : কথায় বলে যা রটে তার কিছু তো সত্যি বটে। তা না হলে সেই কথা হঠাৎ হাওয়ায় ভাসতে ভাসতে কেন ছড়িয়ে পড়বে। ঠিক তেমনি গুঞ্জন উঠেছে দুঃখিনী তারকা তমন্না ভাটিয়াকে নিয়ে। শোনা যাচ্ছে চুপিসারে নাকি বিয়ে সেরে ফেলেছেন তিনি। যদিও সে কবরে সত্যতা জানা নেই। আবার কোথাও শোনা যাচ্ছে মন্ত্র পড়া বিয়ে এখনো হয়নি। তবে খুব জলদি নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি।
এর মাঝেই হঠাৎ করে আর এক খবর। সম্প্রতি পাপ্পারাজিদের কাছে নাকি অভিনেত্রী স্বীকার করেছেন তার বিয়ে করার ইচ্ছে হয়েছে। শুধু তাই নয় বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে মুম্বাইয়ের এক হেতনামা শিল্পপতিকে নাকি ডেট করছেন তিনি। তবে সেই নিয়ে তাকে প্রশ্ন করা হলে হেসে উড়িয়ে দিয়েছেন ঘটনা। অন্যদিকে আবার ইনস্টাগ্রামে নিজের রিউমার বয়ফ্রেন্ডের সঙ্গেও পরিচয় করালেন তিনি।
এতক্ষণ পর্যন্ত ঘটনাটা ঠিক চলছিল। তবে ইনস্টাগ্রামে ভিডিও আসতেই হেসে কুটো পাটি নেটনাগরিকরা। আসলে বেশ কিছুদিন ধরে তার নামে যে ধরনের গুঞ্জন উঠছিল সেই সবকিছু রোখার দায়িত্ব নিলেন অভিনেত্রী নিজেই। নিজেকে সাজালেন এক ছেলে হিসেবে। সেই সঙ্গে ছবি দিয়ে লিখলেন,’ তোমরা সবাই দেখো এই যে আমার বিজনেসম্যান বর’। অর্থাৎ অভিনেত্রী নিজে একবার বউ সেজে এসেছেন পরবর্তীকালে নিজেই আবার বর হিসেবে সেজে এসেছেন। যা দেখে হাসি থামছেই না কারোর।
তাকে নিয়ে ওঠা বিয়ের গুঞ্জন থামাতেই এমন অভিনব প্রচেষ্টা করলে অভিনেত্রী। সেই সঙ্গে জানালেন তাদের জন্য যাদের আমার বিয়ের চিন্তায় ঘুম আসছে না। তবে হাসি মজা ছাড়াও নিজের ক্যারিয়ারের পারদ দিব্যি চড়িয়ে ফেলেছেন অভিনেত্রী। দক্ষিণী সিনেমা জগতের পাশাপাশি বলিউডেও বেশ জনপ্রিয় তমন্না। সম্প্রতি মুক্তি পেয়েছে তার ছবি বাবলি বাউন্সার। যেখানে মহিলা বাউন্সার বা দেহরক্ষীর চরিত্রে অভিনয় করেছে তিনি।