Home Latest News TATA CAR PRICE: গাড়ির দাম বাড়াচ্ছে টাটা মোটরস

TATA CAR PRICE: গাড়ির দাম বাড়াচ্ছে টাটা মোটরস

by Arpita Sardar

মহানগর ডেস্কঃ চার চাকা বা দু চাকা গাড়ির চাহিদা ক্রেতাদের কাছে তুঙ্গে। আর সেই চাহিদার কথা মাথায় রেখেই একের পর এক নতুন গাড়ি লঞ্চ করছে নামীদামী গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলি। গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলির মধ্যে অন্যতম সংস্থা টাটা মোটরস। দেশের বাজারে এই সংস্থার গাড়ির চাহিদা ব্যাপক। তবে এই সংস্থা গাড়ির দামের ক্ষেত্রে নতুন নিয়ম আনতে চলেছে।

৭ নভেম্বর অর্থাৎ সপ্তাহের প্রথম দিন থেকেই নিজেদের গাড়ির দাম বেশ কিছুটা বাড়াচ্ছে টাটা মোটরস। ভ্যারিয়েন্ট এবং মডেলের উপর ভিত্তি করে প্রতিটি গাড়ির দাম প্রায় ০.৯ শতাংশ বাড়ানো হচ্ছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে সংস্থার তরফে। সংস্থার তরফে জানানো হয়েছে, বিগত কয়েক মাস ধরেই গাড়ি তৈরির খরচ বেড়েছে ব্যাপক হারে। খরচ বাড়লেও এতদিন গাড়ির দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে দূরেই ছিল এই সংস্থা। তবে এবার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে এই সংস্থা। আর এই দাম বাড়ানোর সিদ্ধান্তে গাড়ি তৈরির খরচ অনেকটাই সামাল দেওয়া যাবে বলে মনে করছে তারা।

ভারতের বাজারে বেশ কয়েকটি জনপ্রিয় গাড়ি রয়েছে এই সংস্থার। এর মধ্যে রয়েছে Tata Tiago, Pumch, Nexon, Harrier, Safari-র মত বেশ কিছু জনপ্রিয় মডেল। পরিসংখ্যান বলছে, গত বছরের অক্টোবর মাসে ৩৪,১৫৫ টি গাড়ি বিক্রি করে এই সংস্থা। আর সেই জায়গায় এই বছরের অক্টোবর মাসে ৪৫,৪২৩টি গাড়ি বিক্রি করেছে এই সংস্থা। অর্থাৎ, গাড়ি বিক্রির পরিমাণ বেড়েছে প্রায় ৩৩ শতাংশ। গাড়ির চাহিদা বেশি থাকতে থাকতেই দাম বাড়ানোর সিদ্ধান্ত্ এই সংস্থার। যদিও এই দাম বাড়ার প্রভাব ক্রেতাদের গাড়ি কেনার উপর কোনওভাবেই প্রভাব ফেলতে পারবে না বলে মনে করা হচ্ছে সংস্থার তরফে।

You may also like