Home Featured Team India Would Not Go Pakistan: তেইশের এশিয়া কাপে পাকিস্তানে যাবে না টিম ইন্ডিয়া, জানিয়ে দিলেন জয় শাহ

Team India Would Not Go Pakistan: তেইশের এশিয়া কাপে পাকিস্তানে যাবে না টিম ইন্ডিয়া, জানিয়ে দিলেন জয় শাহ

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: পাকিস্তানে না (No Pakistan)। ২০২৩ সালে পাকিস্তানে হবে এশিয়া কাপ (Asia Cup)। কিন্তু সেদেশে যাবে না টিম ইন্ডিয়া ( Team India Would Not Go Pakistan)। মঙ্গলবার একথা জানিয়ে দিলেন বিসিসিআইয়ের (BCCI) সচিব ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান জয় শাহ (Jay Shah)। এদিন বিসিসিআইয়ের একানব্বইতম বার্ষিক সাধারণ সভার অনুষ্ঠানের ফাঁকে এ কথা জানান তিনি। আগামী বছর এশিয়া কাপ হওয়ার কথা পাকিস্তানে। এর আগে বিসিসিআই জানিয়েছিল টুর্নামেন্টে ভারত অংশ নেবে। তবে আগের সেই অবস্থান থেকে পুরোপুরি সরে এসে বিসিসিআইয়ের সচিব জানান, যদি কোনও নিরপেক্ষ দেশে এশিয়া কাপ অনুষ্ঠিত হয়,তাহলে ভারত তাতে অংশ নেবে। তবে পাকিস্তানে নৈব নৈব চ।

প্রসঙ্গত, ভারত শেষবার পাকিস্তান সফরে গিয়েছিল ২০০৫-২০০৬ সালে। রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে সেবার সে দেশে যায় টিম ইন্ডিয়া। ২০১২-২০১৩ সালের পর থেকে ভারত ও পাকিস্তান দুই দেশের মধ্যে কোনও সিরিজ খেলেনি। তারপর তারা এশিয়া কাপে মুখোমুখি হয়। দু দেশের মধ্যে খেলা মানেই টানটান উত্তেজনা। গ্যালারি কানায় কানায় পূর্ণ থাকে। ২০২২ সালের ২৩ অক্টোবর টি টুয়েন্টি বিশ্বকাপের টিকিট কয়েক ঘণ্টার মধ্যে শেষ হয়ে গিয়েছে। সাম্প্রতিকসময়ে পাকিস্তান ভারতের বিরুদ্ধে বেশ কিছু স্মরণীয় পারফরমেন্স দেখিয়েছে। গত বছর সংযুক্ত আরব আমিরশাহিতে ভারতকে হারিয়ে বিশ্বকাপ নিয়ে মিথ ভেঙে দেয়।

এমন পারফরমেন্সের পর পিসিবির প্রধান রামিজ রাজা বলেছেন সম্প্রতি ভারত এখন পাকিস্তানকে সমীহ করতে শুরু করেছে এবং এখন থেকে বাবর আজমের নেতৃত্বে পাকিস্তানের ভারতের বিরুদ্ধে কঠিন লড়াইকে প্রশংসা করার প্রয়োজন রয়েছে। তাঁর মতে, এই ম্যাচগুলি দক্ষতা ও প্রতিভার চেয়ে অনেক বেশি মানসিক। ছোট দল বড় দলকে হারিয়ে দিতে পারে,যদি তারা লড়াইয়ের টেম্পারামেন্টকে দূরে সরিয়ে না দেয়। পাকিস্তান বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে বরাবরই আন্ডারডগ। তবে তারা এখন সমীহ পেতে শুরু করেছে। আগে তারা(ভারত) ভাবতো পাকিস্তান তাদের হারাতে পারবে না। এ কারণে বর্তমান পাকিস্তান দলকে সমীহ,শ্রদ্ধা জানানো উচিত বলে জানান রামিজ রাজা।

You may also like