Home Featured Teen Ager Footballer : সরকারি হাসপাতালে ভুল অস্ত্রোপচারে এক পা বাদ,অকালেই খেলার মাঠকে চিরকালের জন্য গুডবাই তামিলনাডুর তরুণী ফুটবলারের!

Teen Ager Footballer : সরকারি হাসপাতালে ভুল অস্ত্রোপচারে এক পা বাদ,অকালেই খেলার মাঠকে চিরকালের জন্য গুডবাই তামিলনাডুর তরুণী ফুটবলারের!

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: হোয়াটস অ্যাপে তাঁর শেষ মেসেজ ছিল, তিনি শীগ্গির ফুটবল মাঠে ফিরে আসবেন (She Will Return To Football Ground)। আত্মীয় ও বন্ধুদের জানিয়েছিলেন, একেবারেই তারা যেন চিন্তা না করেন। ফুটবল তাঁকে কোনওদিনই ছেড়ে যাবে না। তারা যেন তাঁর কথায় বিশ্বাস রাখে। ফুটবল মাঠে তাদের প্রিয়া ঠিক ফিরে আসবে।..কিন্তু তাঁর সেই কথাকে ভুল প্রমাণ করে মাত্র সতেরো বছরেই ফুটবল মাঠ, প্রিয়জনদের মায়া কাটিয়ে চিরদিনের মতো চলে গেলেন তামিলনাডুর প্রতিশ্রুতিসম্পন্ন তরুণী ফুটবলারকে (Teen Ager Footballer)। সরকারি হাসপাতালে ভুল অস্ত্রোপচারে এক পা খোয়াতে হয়েছিল তাঁকে।

সেই ভুল শোধরাতে গিয়ে শেষপর্যন্ত অকালেই বিদায় নিতে হল বছর সতেরোর কলেজছাত্রী প্রিয়াকে। তাঁর অকাল মৃত্যুর জন্য হাসপাতালের কর্মীদের অবহেলার প্রতি আঙুল তুলেছেন প্রিয়ার বাবা মা। কিছুদিন আগে পেরিয়ার নগর গভর্নমেন্ট পেরিফেরাল হাসপাতালে তাঁর পায়ে অস্ত্রোচারে গাফিলতির অভিযোগ ওঠে। প্রিয়াকে ভর্তি করা হয় তামিলনাডুর রাজীব গান্ধী সরকারি হাসপাতালে। কিন্তু তার আগেই যা হওয়ার তা হয়ে গিয়েছে। রাজীব গান্ধী হাসপাতালে তাঁর বাদ দেন চিকিৎসকরা। তারপর এদিন সকালে মৃত্যু হয় তাঁর। তামিলনাডুর স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রমনিয়াম জানিয়েছেন, দোষী দুই চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি। কোলাতুরের পেরিয়ার গভর্নমেন্ট সরকারি হাসপাতালের ওই দুই চিকিৎসকের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর। জানা গিয়েছে প্রিয়ার ডান হাঁটুতে লিগামেন্ট চিকিৎসা করতে অর্থোস্কোপি সার্জারি করা হয় ওই সরকারি হাসপাতালে।

অস্ত্রোপচার ঠিকমতো না হওয়ার কথা জানতে পারার পর প্রিয়ার বাবা মাকে তাঁকে ভর্তি করেন রাজীব গান্ধী সরকারি হাসপাতালে। হাসপাতালের চিকিৎসকরা জানান, প্রিয়ার পা বাদ দিতে হবে। সোমবার রাতে চিকিৎসকরা পায়ের কিছু টিস্যু বাদ দিতে আরেকটি অস্ত্রোপচার করেন। তারপর থেকেই সংজ্ঞাহীন ছিলেন প্রিয়া। এরপর আইসিইউয়ে জ্ঞান ফিরে ভাই ও মায়ের সঙ্গে কথা বলে। এদিন সকাল সওয়া সাতটা নাগাদ সবার মায়া কাটিয়ে মারা যায় প্রিয়া। এই ঘটনায় শাসক ডিএমকে-কে আক্রমণ শানিয়েছে বিজেপি। দলের রাজ্য সভাপতি আন্নামালাই টুইট করে জানিয়েছেন, ভুল চিকিৎসায় ফুটবলার প্রিয়ার মৃত্যুতে তিনি মর্মাহত। তাঁর মৃত্যুতে শোক জানান তিনি। তারপরই আক্রমণ শানান ডিএমকে-কে। তিনি লেখেন ডিএমকের আমলে সমস্ত বিভাগই ধ্বংস হয়ে গিয়েছে। এবং এটা খুবই দুঃখের ঘটনা যে সেই তালিকায় যোগ হয়েছে রাজ্যের চিকিৎস বিভাগ। সরকারের উচিত ওই দুই ডাক্তারকে সাসপেন্ড করা। এবং প্রিয়ার পরিবারের সদস্যকে চাকরি দেওয়া। সেইসঙ্গে ক্ষতিপূরণ হিসেবে দু কোটি টাকা । এদিকে এই ঘটনার পর শাসকদল ডিএমকে প্রিয়ার পরিবারের জন্য দশ লক্ষ টাকার কথা ঘোষণা করেছে।

You may also like