মহানগর ডেস্ক: জন্মদিনে মন্দিরের আদলে (Temple Shaped Cake) কেক কেটে রাজনৈতিক বিতর্কে জড়ালেন মধ্যপ্রদেশের ( Political Controversy) প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রবীণ কংগ্রেস নেতা কমলনাথ। ভাইরাল হওয়া ভিডিওয় দেখা গিয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী চার ধাপের মন্দিরের আদলে কেক কাটছেন। যে কেকের মাথার ওপর একটি হনুমানের ছবি ও গেরুয়া পতাকা রয়েছে। তারপরই রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান কমলনাথকে আক্রমণ শানিয়ে অভিযোগ করেছেন, একাধিক ধর্মীয় প্রতীক সম্বলিত কেক কেটে হিন্দু ভাবাবেগকে আঘাত করেছেন। বিজেপি মুখ্যমন্ত্রী বলেন, কমলনাথ এবং তার দল বগুলা ভারত (ভুয়ো ভোটার)। তাদের সঙ্গে ঈশ্বরের কোনও সম্পর্ক নেই। তিনি সেই দলের সমর্থক যারা এক সময় রামমন্দির নির্মাণের বিরোধিতা করেছিল।
ব্যাপারটা যে তাদের ভোটের বাক্সে ভালো মতো প্রভাব ফেলবে, সেটা বুঝতে পেরে তারা এখন হনুমান ভক্তে পাল্টে গিয়েছে। কেউ কী কল্পনা করতে পারছেন কারো র কেকে র ছবি থাকতে পারে। আর সেই কেক কাটা হচ্ছে। এটা সনাতন ধর্মকে অপমানের সামিল। তার ভক্তদেরও অপমান করা হয়েছে। বৃহস্পতিবার ছিয়াত্তর বছরে পড়তে চলেছেন কমলনাথ। কিন্তু তাঁর অনুগামীরা তার আগে তাঁর বাসভবনে কেক কেটে জন্মদিন পালনে উদ্যোগী হন। কিছুদিন আগে স্ত্রোস্ত গায়ক মনপ্রীত সিং কানপুরী গুরুনায়ক জয়ন্তী অনুষ্ঠানে ইন্দোরের খালসা কলেজে কমলনাথকে আমন্ত্রণ ও সম্মানিত করার ঘটনায় আয়োজকদের একহাত নেন। ১৯৮৪ সালে শিখবিরোধী দাঙ্গার ঘটনার কথা তুলে গায়ক জানান ইন্দোরে তিনি আর আসবেন না।