Home Top Stories Madan Mitra: ‘কালীপুজোর পর বাংলায় ভয়ানক ষড়যন্ত্র নেমে আসবে’, দাবি মদন মিত্রের

Madan Mitra: ‘কালীপুজোর পর বাংলায় ভয়ানক ষড়যন্ত্র নেমে আসবে’, দাবি মদন মিত্রের

by Tiyasha Ghosh

মহানগর ডেস্ক: রাজ্য জুড়ে চলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অতি তৎপরতা। যেভাবে একের পর এক শাসক দলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে মিলছে নানা প্রমাণ, তাতে শাসক দলের বিপাক যে বাড়ছে, তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। এমন পরিস্থিতিতে রবিবার বিকেলে চাঞ্চল্যকর বক্তব্য রাখেন কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। তিনি বলেন, ‘কালীপুজোর পর রাজ্য জুড়ে শুরু হবে ভয়ংকর তাণ্ডব। আমাদের সকলকে একত্রিত হয়ে তার বিরুদ্ধে লড়াই করতে হবে।’

রবিবার উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ায় বিটি রোডের ওপর বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছিল তৃণমূলের তরফ থেকে। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। সেখান থেকেই তিনি বলেন, “আমি যেখানে যেখানে যাচ্ছি, সেখানে সিপিএমের পতাকা লাগাচ্ছে। তাঁদের বলব, পতাকা যদি কম পড়ে তাহলে আমাকে বলবেন আমি পাঠিয়ে দেব। আমি শুধু তৃণমূলের বিধায়ক নই। বিজেপি, কংগ্রেস, সিপিএম সকলে জেনে রাখবেন মদন মিত্র শুধু তৃণমূলের বিধায়ক নন। মদন মিত্র বিজেপি, সিপিএম, কংগ্রেসেরও বিধায়ক।’

এরপরই তিনি দাবি করেন, ‘শুধু আগাম বলে রাখি কালীপুজোর পরে গভীর ষড়যন্ত্র এগিয়ে আসছে আমাদের দিকে। আমাদের সেই ষড়যন্ত্রের মোকাবিলা করতে একসঙ্গে নামতে হবে। মোকাবিলা আমরা করবই। লড়ব আমরা।’ মদন মিত্রের এই বক্তব্য প্রকাশ্যে আসার পরই নতুন করে শুরু হয় রাজনৈতিক তরজমা। উঠতে শুরু করেছে প্রশ্ন। কিসের ইঙ্গিত দিলেন বিধায়ক? আর সেই ষড়যন্ত্রটাই বা কিসের? যার বিরুদ্ধে সকলকে একসঙ্গে লড়াই করার ডাক দিচ্ছেন তিনি?

You may also like